0
জানি কোনদিন আর দেখা হবেনা তোমার আমার, আমরা দুজন বসবনা একই গাছের ছায়ার তলে, আমাদের দেখে হাসবেনা আর কোন ফিঙ্গে, চড়ুই । তবু কি আমরা একে অপরকে ভালবাসিনা? অবশ্যই বাসি। তানাহলে তুমি আমার কথা ভাবছ কেন? তুমি যদি না ভাবতে তাহলে কি আমার মনে এত রং খেলা করত!তাইতো তুমি ভেবো, সারাক্ষণ ভেবো আমি যেন তোমার নামে নতুন ছবি আঁকতে পারি। সে ছবিটি কেউ আঁকতে পেরেছিল কিনা জানিনা আমি পারি। তাইতো তোমায় নিয়ে সুদূর আকাশে বেড়াতে চলে যাই।তুমি আমায় নিয়ে সারাক্ষণ শুধু ভাবতে থাক আমি কিছুক্ষণ ভাল করে বেড়িয়ে আসি।
0