আমি যা চাই তা পাই।শুধু পাইনা একটা জিনিস সেটা হল তোমার মন।আমি কেমন করে তোমার সে মন পাব আমাকে একবার বলবে কি? যদি বল আগুনে ঝাঁপ দিতে আগুনে ঝাঁপ দেব তারপরও আমার তোমার সে মন চাই।সে মন ছাড়া কেউ কি বাঁচতে পেরেছিল?
তুমি যদি বল আমার মন বলতে আসলে কিছু নাই
তাহলে আমি বলব নাই নাই নাই আমার কোন কিছুই নাই
যদি কিছু থেকে থাকে সবকিছু ছাই, নেহাত ছাই
এত যে ভালবাসি তার কারন কি? আমার মনে হয় আমি একদিন দেখেছিলাম তোমাকে আগ্রার তাজমহলের দিকে দুচোখ তাক করে তাকিয়ে থাকতে। তুমি কি আমাকে একবার সেই তাজমহলের কাছে নিয়ে যাবে, আমি মন খুলে দুটি কথা বলব? কতদিন সাদা হরিণের সাথে কথা হয়না, সেই সাদা হরিণের কথাও তার কাছে বলব।তুমি মনে হয় কোন একদিন আমার খুব নিকট আত্মীয়ের অনাত্মীয় ছিলে তানাহলে তোমাকে এত বেশি ভাল লাগছে কেন, সে কথাও তার কাছে বলার চেষ্টা করব।
যদি বলি সুন্দর, ভুল হবে? না ভুল হবেনা। তুমি আকাশের চেয়েও সুন্দর। আজ তুমি সেই আকাশকেও হার মানিয়ে ফেলেছ।
