0
তুমি সুন্দর তাই আমি চেয়ে থাকি। তুমি সুন্দর তাই আমি তোমার গান গাই। তুমি সুন্দর তাই আমি তোমাকে নিয়ে হাসি।তুমি এত সুন্দর কেন একবার বলবে কি? যদি বল সাত পাহাড়ের বিল দেখাতে নিয়ে যাব যেখানে সাপ আর বিচ্ছু খেলা করে, সেখানে সাপ আর বিচ্ছু তোমাকে নিয়ে লড়াইয়ে মেতে উঠবে।একদিন না গেলে মনে হবে দশদিন, দশদিন না গেলে মনে হবে হাজার দিন, এভাবে দিন যাবে, দিনের কোন কূল কিনারা থাকবেনা। তুমি যত যাই বল আমাকে না কোরোনা কারন না শুনতে যে আমি অভ্যস্ত নই, একবার না শুনলে মনে হয় কতদিন কথা বলিনি। তুমি সারাক্ষণ শুধু আমার পাশে বসে থেকো পাশে কারন পাশে না বসলে আমার কিছুই ভাল লাগবেনা।

0