0
আমি এমন একজনকে ভালবাসি যে আমাকে ভালবাসেনা।একদিন বললাম, তুমি আমাকে ভালবাসনা কেন? বলল, তোমার হাতের রেখা সুন্দর নয়।আমি হাতের রেখা সুন্দর করতে উঠে পড়ে লাগলাম। দিন রাত চেষ্টা চালিয়ে শেষ পর্যন্ত হাতের রেখা সুন্দর করলাম, তারপরও সে আমাকে ভালবাসেনা।এখন সে আমাকে বলে তোমার এটা নেই, ওটা নেই, ওটার এই হয়েছে এইসব। আচ্ছা আপনারাই বলেন একজন মানুষের সব মন মত হয়? আপনারাই বলেন, তাকে আমি কি করব? তাকে মেরে ফেলব না গিলে খাব?মেরে ফেলার দরকার নাই পারলে গিলে খেয়ে ফেল।গিলে খেলে আবার যদি বমি হয়ে বের হয়ে যায়? বমি হবেনা, ওটা হজম হয়ে যাবে তখন আর তার কোন অস্তিত্ব থাকবেনা। তাহলে গিলেই খেয়ে ফেলব।

0