ও প্রেম তুমি স্বর্গের নাকফুল

0

কলিকাতা শহরে যে মেয়েরা বাস করে সবচেয়ে সুন্দর অনামিকা। সে একদিন বলেছিল আসবে আর আসেনি। কেন আসলেনা? আসিনি আমার কাজ ছিল। শুধু কাজ করলেই কি হয়? কাজতো করতেই হয়।তাহলে আসবেনা? আসব, একদিন সময় করে আসব।আসার সময় যেন এক থোকা লাল গোলাপ ফুল থাকে।তুমি বুঝি আমাকে অনেক বেশি ভালবাস? হ্যাঁ, কোন সীমা রেখা নাই; তোমাকে আমি দেখেছি চাঁদের দেশ পাহারা দিতে, রাত নিশিথে হৈমন্তী পাখির সাথে কথা বলতে।হ্যাঁ হ্যাঁ আসব, হাতে লাল গোলাপ ফুলের থোকা থাকবে, তুমি শুধু আদর করে আমায় জড়িয়ে দেবে। তাহলে আসলেনা কেন? ঐ যে অনেক কাজ ছিল।সব কাজের নিকুচি করি, তোমাকে আসতে হবে। না আসলে? সাত হাজার ফুট পানির নীচে তলিয়ে যাব, কেউ আমাকে দেখবেনা, তুমিওনা।তুমি বুঝি এজন্যই বাঁচ? হ্যাঁ আমি এজন্যই বাঁচি।তাহলে আসব, লাল বেনারসি বেনারসি শাড়ি হাতে নিয়ে আসব। হাতে থাকলে হবেনা, পরতে হবে, ভাঁজে ভাঁজে যেন মুক্তোর কাজ থাকে। হ্যাঁ হ্যাঁ মুক্তোর কাজ থাকবে। কতজন আমাকে কত কথা দিয়েছে, কারো কথা মাথায় নেইনি, আমি শুধু তোমার কথা এই মাথা  পেতে নিলাম।সে কথা তোমার মাথায়ই থাক্।মাথায় থাকবে বলেইতো আলতো করে মাথা পেতেছি।পাত পাত মন ভরে পাত।এই যে পেতেছি।আমার সব কথা তোমার ঐ তোমার মাথায় ভাল করে ঢুকিয়ে নাও।এমনভাবে ঢুকালাম কারো বাবার সাধ্যও নেই সেখান থেকে তা একবিন্দু বের করে আনে।এজন্যই তো আমি তোমায় ভালবাসি। তোমার ভালবাসা যেন স্বর্গের দ্বার খুঁজে পায়।স্বর্গেও এত সুখ নাই।এজন্যই তো আমি তোমায় স্বর্গ বলি, সুখের স্বর্গ।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মায়ের ছেলে

অত্যাচারীর শোষণ থেকে ফিরে পেতে বাক, সবাই মিলে দেশ স্বাধীনের দেয় বিজয়ের ডাক মায়ের ছেলে মুক্তিসেনা অস্ত্র নিলো হাতে, বিজয়

শব্দের শক্তি

শব্দের শক্তি যেমন ভাবে ভেঙ্গে দিতে পারে তেমন করে গড়তে পারো শব্দের শক্তি ভারে। দেখলে ওঁরাই ধরবে টেনে হতাশ করে

গদ্য কবিতার বই ‘কনকচাঁপা দোদুল দোল ‘

আমার একটি গদ্য কবিতার বই প্রকাশ পেয়েছে 'কনকচাঁপা দোদুল দোল'। বইটিতে মোট আশিটি কবিতা রয়েছে। বইটিতে আমার কবি নাম মোঃ

কবিতা ঘুষ ছাড়া চাকরী কোথায়? আফছানা খানম অথৈ

কবিতা ঘুষ ছাড়া চাকরী কোথায়? আফছানা খানম অথৈ লেখাপড়া শেষ চাকরীর পালা, চাকরী পেলে দু:খ ঘুচবে শান্তি পাবে খালা। পরীক্ষায়

Leave a Reply