0
কঠিন, কঠিন, এ পৃথিবী কঠিন!
সবচেয়ে কঠিন কি?
পাথর।
তার চেয়েও কঠিন।
এত কঠিন করল কে?
ঈশ্বর।
সেই ঈশ্বরকে বলি, তুমি বুঝি বড় কঠিন!
ঈশ্বর বলে, না না আমার চেয়েও কঠিন একজন আছে।
আমি বলি, সে কে?
ঈশ্বর বলে, আমার বাবা দাদাঈশ্বর।
আমি বলি, তুমি তোমার বাবা দাদাঈশ্বরকে মেরে ফেল।
সে বলে, আমি যদি তাকে মেরে ফেলি আমি আর ঈশ্বরই থাকবনা।
0