0
জানি গোলাপটি এখনও হাসছে। সে তোমাকে দেখে হৈ হৈ করে উঠছে। কিন্তু তবুও তুমি তার কাছে যাওনা।তাই সে সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে রোদ্রঝলমল আলোক হাসি হাসবেনা ;তোমাকে দেখলে শুধু একটু স্মিত হাসি হেসেই চুপ করে থাকবে।-
এ খবর পেয়ে তুমি কি খুশি? যদি খুশি না হও এখনই গিয়ে গোলাপের গলায় মালা পরাও।মালা পরাতে গিয়ে যদি তোমার হাত ফসকে যায় তাহলে আবার পরাও।শুধু একটা কথা মনে রেখো তুমি যদি তাকে মালা পরাতে না পার সে আর গোলাপ থাকবেনা, সে হয়ে যাবে কোন এক কাঁটা।
0
ভালো লাগছে লেখাটা