0
আকাশ পানে এক টুকরো সাদা মেঘ
তরুলতারা যেন আজ হয়ে গেছে গম্ভির
পাখিদের কণ্ঠে আজ নেই কোন গান
মাটির বুকে যাচ্ছে এক আদম সন্তান ।
চাকচিক্ক যার ছিল নিত্ত সঙ্গী
আজ সে সাদা কাফনে বন্দী
বিদায় পৃথিবী !
শুনছে তবুও পারছে না বলতে ।
দাঁড়িয়েছে আদম সন্তানেরা কম্পিত হৃদয়ে
করে দিও ক্ষমা আদম সন্তানকে
জান তুমি সব, জানে না এ পথিক
অকৃতজ্ঞকে ক্ষমা করে সম্মান দিও অধিক ।
হে মাটি ! তোমার বূকে চড়েছে যে এ জীবন
করিও সদাচরণ, যেমন চান প্রতিপালক ।
আরো পড়ুন-
- হযরত মুহাম্মদ সাঃ এর সংক্ষিপ্ত জীবনী
- হযরত মুহাম্মদ সাঃ এর জীবনী গ্রন্থ
- আসমানী কিতাবসমূহ ও তার পরিচয়
- আল্লাহ তা’আলার নিরানব্বইটি নামের অর্থ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা —১
- কুরআনের আলোকে ফেরেশতাগণের পরিচয় ও তাদের সৃষ্টি-রহস্য
0