কবরের অভিযাত্রী

play icon Listen to this article
0

আকাশ পানে এক টুকরো সাদা মেঘ
তরুলতারা যেন আজ হয়ে গেছে গম্ভির
পাখিদের কণ্ঠে আজ নেই কোন গান
মাটির বুকে যাচ্ছে এক আদম সন্তান ।

চাকচিক্ক যার ছিল নিত্ত সঙ্গী
আজ সে সাদা কাফনে বন্দী
বিদায় পৃথিবী !
শুনছে তবুও পারছে না বলতে ।

দাঁড়িয়েছে আদম সন্তানেরা কম্পিত হৃদয়ে
করে দিও ক্ষমা আদম সন্তানকে
জান তুমি সব, জানে না এ পথিক
অকৃতজ্ঞকে ক্ষমা করে সম্মান দিও অধিক ।

হে মাটি ! তোমার বূকে চড়েছে যে এ জীবন
করিও সদাচরণ, যেমন চান প্রতিপালক ।

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ধনী

গরীবের কাছে ধনীর প্রশ্ন ছিল, তুমি কেন আমাকে এত ভালবাস? গরীব বলল, তুমি ধনী তাই। আমি বললাম, আমাকে কিছু ধন

ভাঙরে প্রাচির্

ওহে অরুণ এগিয়ে যাও দুর্বার গতি বেগে, থাকবে কেনো ঘুমিয়ে আজ ওঠো এবার জেগে। কন্ঠের ধ্বনি দাও ছড়িয়ে নব প্রভাত

শোক- ২

আজ কি হয়েছে? একটি লোক মারা গেছে। কাল কি হয়েছে? দুটি লোক মারা গিয়েছে। পরশু কি হয়েছে? চারটি লোক মারা

তোমার পায়ের নূপুর হবো

তোমার পায়ের নূপুর হবো দুলবো পায়ে দিবস যামী। তোমার চলায় তুলব ধ্বণি ঝিনিকঝিনি ঝিনিকঝিনি ঝুমঝুম। আমায় রাখবে যখন তোমার পায়ে

Leave a Reply