কবরের অভিযাত্রী

0

আকাশ পানে এক টুকরো সাদা মেঘ
তরুলতারা যেন আজ হয়ে গেছে গম্ভির
পাখিদের কণ্ঠে আজ নেই কোন গান
মাটির বুকে যাচ্ছে এক আদম সন্তান ।

চাকচিক্ক যার ছিল নিত্ত সঙ্গী
আজ সে সাদা কাফনে বন্দী
বিদায় পৃথিবী !
শুনছে তবুও পারছে না বলতে ।

দাঁড়িয়েছে আদম সন্তানেরা কম্পিত হৃদয়ে
করে দিও ক্ষমা আদম সন্তানকে
জান তুমি সব, জানে না এ পথিক
অকৃতজ্ঞকে ক্ষমা করে সম্মান দিও অধিক ।

হে মাটি ! তোমার বূকে চড়েছে যে এ জীবন
করিও সদাচরণ, যেমন চান প্রতিপালক ।

 

আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা দুখী মানুষ আফছানা খানম অথৈ

#কবিতা দুখী মানুষ আফছানা খানম অথৈ কত গরীব দেখি রোজ না খেয়ে আছে পথেঘাটে পড়ে আছে কেউ নেই কাছে। আপন

রিকশাওয়ালা

গ্ৰামের থেকে কতো মানুষ হচ্ছে শহর মুখে, পেটের দায়ে জীবন তাদের চরম ভাবে দুখে। কোনো ভাবেই রাত যাপনে বস্তির ঘরে

আমি শিবকে ভালোবাসি

আমি শিবকে ভালোবাসি আমি মহাদেবকে ভালোবাসি আমি শম্ভুকে ভালোবাসি আমি শঙ্করকে ভালোবাসি আমি রুদ্রকে ভালোবাসি আমি নটরাজকে ভালোবাসি আমি মহাকালকে

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ গাজার বুকে জ্বলছে আগুন পুড়ছে কতো ঘরবাড়ি তাবুর ভিতর বসত করে কতো শত নরনারী

Leave a Reply