0
আল্লাহ আমার রব
আফছানা খানম। অথৈ
আল্লাহ আমার রব
এই রবই আমার সব,
দিবানিশি জফি প্রভু
শুধু তোমারি নাম।
তুমি ছাড়া নেইকো আপন
তুমি দয়ার সাগর,
তোমার দয়ায় বেঁচে আছি
এই পৃথিবীর ছায়ায়।
তুমি মোদের জীবন দাতা
তুমি বিধাতা ,
তোমার হুকুম না মানিলে
থাকবে দু:খ দুর্দশা।
তুমি প্রভু রিজিকদাতা
সৃষ্টিজগতের মালীক,
তোমার নামের উছিলাতে
আহসান হবে মুস্কিল।
তোমার প্রেমে মগ্ন আমি
চাই না অন্যকিছু,
তোমার তরে বিলিয়ে দেব
জীবন নামক তরী।

0