কবিতা কানপড়া আফছানা খানম অথৈ

0

#কবিতা
কানপড়া
আফছানা খানম অথৈ

যাও বুড়ি চলে যা
যেদিকে দুচোখ যা,
তুই একটা নষ্টা
বউকে দেস কষ্টা।

তোর জ্বালা বাঁচিনা
তুই কেন মরিস না,
তুই একটা কুটনি
ছলাকলার ফুটকি।

তোর জ্বালা সয়না
পেটে ভাত পাইনা,
ছেলেরে দেস কানপড়া
আমায় করে জ্বালাপালা।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ঘৃণা (৬)

যদি ভালবাসা চাও ভালবাসা পাবে যদি ঘৃণা চাও ঘৃণা পাবে। কোনটা নেবে সে তোমার ইচ্ছা। আমাকে ঘৃণাই দাও। কেন? আমি

গরিবের স্বপ্ন

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাই কি আমায় হারতে হবে? স্বপ্নগুলো পুড়বে আগুনে, কাঁদবে মন দিনরাতে রবে? বড়লোকেরা

আছিয়া হত্যার বিচার চাই

আছিয়া হত্যার বিচার চাই 🖋️অপ্রিয় লেখক তানভির🌹 আছিয়ার চোখে ছিলো যে আলো, নিষ্ঠুর হাতে জীবন শেষ হলো। স্বপ্ন ভাঙে নির্দয়

অথৈ নদী

ফুলের মত দেখতে তোমার চোখ।সে চোখ দিয়ে তুমি কি বল কিছুই বুঝিনা। একদিন বললাম, কি বল? বললে, ভালবাসি।আসলে তুমি ভালবাসনা,

One Reply to “কবিতা কানপড়া আফছানা খানম অথৈ”

Leave a Reply