0
#কবিতা
কানপড়া
আফছানা খানম অথৈ
যাও বুড়ি চলে যা
যেদিকে দুচোখ যা,
তুই একটা নষ্টা
বউকে দেস কষ্টা।
তোর জ্বালা বাঁচিনা
তুই কেন মরিস না,
তুই একটা কুটনি
ছলাকলার ফুটকি।
তোর জ্বালা সয়না
পেটে ভাত পাইনা,
ছেলেরে দেস কানপড়া
আমায় করে জ্বালাপালা।

0
চমৎকার সৃজন