0
ধর তোমার মা তোমাকে বলল,তুমি আর স্কুলে যেওনা তখন তুমি কি করবে? নিশ্চয়ই স্কুলে যাবেনা।কারন, মা তোমার গার্ডিয়ান। মায়ের কথা ফেললে তোমার অমঙ্গল হতে পারে।
এখন আমি তোমাকে বলছি, তুমি আর আমাকে ভালবেসোনা। আমাকে ভালবাসলে তোমার অমঙ্গল হতে পারে। সেই অমঙ্গলটা কি? ও পাড়ার কামাল সে তোমাকে মেরে ফেলতে পারে। কারন, সে তোমার জন্য পাগল। এবার বল, তুমি আমাকে ভালবাসবে কিনা। অবশ্যই বাসব; আমি কামাল’র মৃত্যু পরোয়ানা ভয় করিনা; সে যাই করুক আমি তোমাকে ভালবাসব।
তুমি আমাকে এত ভালবাস আগে জানতামনা।জানলে অনেক আগেই তোমাকে নিয়ে আমি একটি কবিতা লিখে ফেলতাম।এবার বল লিখব কিনা।অবশ্যই লিখবে, কারন আমি শুধু তোমার ভালবাসা। এমন কবিতা আমি জীবনেও লিখিনি।
0