0
ফুল সবার প্রিয়
আফছানা খানম অথৈ
ফুল সবার প্রিয়
ফুলকে সবাই ভালোবাসে।
জুঁই চামেলি হাসনা হেনা
থাকে সবার বাগানে
সুবাস ছড়ায় দিবানিশি
মনের উঠোন জুড়ে।
তাদের ঘ্রাণে মাতোয়ারা
প্রাণের সকল স্পন্দন।
বিয়ে কিম্বা জন্মদিনে
রঙবেরঙের ফুল দিয়ে
সাজাই ঘর দুয়ার।
দেখতে লাগে ভারী সুন্দর
জুড়িয়ে যায় প্রাণ।
খোকাখুকি খেলা করে
ফুলের মালা নিয়ে,
টাকার চেয়ে বহুত দামী
ফুলের মালাখানি।

0