কবিতা বাঁচাও মোদের জীবন আফছানা খানম অথৈ

0

কবিতা
বাঁচাও মোদের জীবন
আফছানা খানম অথৈ

বন্যা এলো ভয়ংকররুপে
ডুবল ফেনী শহর,
বাঁচার জন্য মানুষগুলো
করলো শুধু হাহাকার।

ঘর ডুবল বাড়ি ডুবল,
আরও ডুবল রাস্তাঘাট
বাঁচার জন্য মানুষেরা,
ভাসল কলা গাছের ভেলায়।

ঘর গেল বাড়ি গেল
আরও গেল হালের বলদ
বাঁচার মতো এখন তাদের
আর নেই কোনো সম্বল।

অন্ন বস্ত্র বাসস্থান
উভয় সংকট এখন সবার,
ধনী গরীবের বাসস্থান
থাকার জায়গা আশ্রয়স্থান।

মায়ে কান্দে বোনে কান্দে
কান্দে বানভাসি
কেমন করে বাঁচব মোরা
সর্বহারা ভানবাসি।

তোমরা যারা বিত্তশালী
বাঁচাও মোদের জীবন,
একটুখানী সাহায্য কর
তবে বাঁচবে মোদের জীবন।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

রবের আরশ কাঁপে

বাবা মায়ের নির্দেশ মেনে জীবন গড়ে যারা, জীবন পথে সকল কর্মে বেজায় খুশি তারা। বাবা মায়ের আদেশ জারি সন্তান মেনে

শিক্ষক পিতৃতুল্য

  শিক্ষকগণে সহাস্যমুখে করেন যে পাঠদান, দিবো মোরা শিক্ষকগণের সবার উপর মান। এই সমাজে জ্ঞাণের বাহক সকল শিক্ষকগণে, শিক্ষক পেশা

দাদির স্মৃতি

ভাদ্র মাসের বেতাল গরম তাল পেকেছে গাছে, পাকা তালের তাল গুলো যে মোদের বাড়ি আছে। তাল গাছ গুলো অনেক বড়ো

শৈশব স্মৃতি

শৈশব বেলার মধুর স্মৃতি পড়ছে মনে কার, দল বেঁধে সব বাঁশের সাঁকো হতাম কতো পার। কেউবা দিতো সাঁকো থেকে আচম্বিতে

Leave a Reply