কবিতা বাঁচাও মোদের জীবন আফছানা খানম অথৈ

0

কবিতা
বাঁচাও মোদের জীবন
আফছানা খানম অথৈ

বন্যা এলো ভয়ংকররুপে
ডুবল ফেনী শহর,
বাঁচার জন্য মানুষগুলো
করলো শুধু হাহাকার।

ঘর ডুবল বাড়ি ডুবল,
আরও ডুবল রাস্তাঘাট
বাঁচার জন্য মানুষেরা,
ভাসল কলা গাছের ভেলায়।

ঘর গেল বাড়ি গেল
আরও গেল হালের বলদ
বাঁচার মতো এখন তাদের
আর নেই কোনো সম্বল।

অন্ন বস্ত্র বাসস্থান
উভয় সংকট এখন সবার,
ধনী গরীবের বাসস্থান
থাকার জায়গা আশ্রয়স্থান।

মায়ে কান্দে বোনে কান্দে
কান্দে বানভাসি
কেমন করে বাঁচব মোরা
সর্বহারা ভানবাসি।

তোমরা যারা বিত্তশালী
বাঁচাও মোদের জীবন,
একটুখানী সাহায্য কর
তবে বাঁচবে মোদের জীবন।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

নব্যতন্ত্র দেশ

বঙ্গ দেশের জমিন কেনা তাজা রক্ত দিয়ে, সাহস শক্তি অটুট ছিলো কেতন হাতে নিয়ে। বঙ্গ দেশের এই মাটিতে কতো রক্ত

কবিতা ভালোবাসার পরাজয়

কবিতা ভালোবাসার পরাজয় আফছানা খানম অথৈ তুমি আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা তাই মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম সর্বদা আর

জুম্মার দিন

জুম্মার দিন মোঃ রুহুল আমিন জুম্মার দিনে একটু আগে কাজ গুছিয়ে নাও, আযান হলে গোসল সেরে মসজিদ ঘরে যাও। প্রথম

কেমন প্রথা নীতি

মানব জাতি ধর্মের জন্যেই ধরায় বুঝি সৃষ্টি, জাতি বিভেদ করছে তবে ভিন্ন ভিন্ন কৃষ্টি। মানব জাতি করে পালন স্বজাতির ঐ

2 Replies to “কবিতা বাঁচাও মোদের জীবন আফছানা খানম অথৈ”

Leave a Reply