0
কবিতা
বাঁচাও মোদের জীবন
আফছানা খানম অথৈ
বন্যা এলো ভয়ংকররুপে
ডুবল ফেনী শহর,
বাঁচার জন্য মানুষগুলো
করলো শুধু হাহাকার।
ঘর ডুবল বাড়ি ডুবল,
আরও ডুবল রাস্তাঘাট
বাঁচার জন্য মানুষেরা,
ভাসল কলা গাছের ভেলায়।
ঘর গেল বাড়ি গেল
আরও গেল হালের বলদ
বাঁচার মতো এখন তাদের
আর নেই কোনো সম্বল।
অন্ন বস্ত্র বাসস্থান
উভয় সংকট এখন সবার,
ধনী গরীবের বাসস্থান
থাকার জায়গা আশ্রয়স্থান।
মায়ে কান্দে বোনে কান্দে
কান্দে বানভাসি
কেমন করে বাঁচব মোরা
সর্বহারা ভানবাসি।
তোমরা যারা বিত্তশালী
বাঁচাও মোদের জীবন,
একটুখানী সাহায্য কর
তবে বাঁচবে মোদের জীবন।
0