0
ভালোবাসার অনুভূতি
— আলী সোহেল —
আবার দেখা হলে
চোখে চোখ রেখে বলবো
ভালোবাসি।
সেদিনের সেই অনুভূতি গুলো
মনের কোনে ছবি আঁকবো,
কি অপরুপ দৃশ্য
আমার হাতের স্পর্শ গুলো
বিলিয়ে দেবো
তোমার সারা অঙ্গে।
আবার দেখা হলে
হাতে হাত রেখে বলবো
ভালোবাসি।
সবার মতো করে
তোমায় চেয়ে নেবো
কোন এক চাঁদনি রাতে।
যা কিছু দেওয়ার আছে বাকি,
সবই দেবো তোমাকে।
শুধু ভোর রাতে
হিসাব দিও
আর কিছু পড়ে রইলো না তো
আমার কাছে?
সেদিন চাইতে ভুলে গেছি
তাই বলে
একই ভুল বারবার কেন করি?
আমিও চেয়ে নেবো কিছু।
আবার দেখা হলে
ঠোঁটে ঠোঁট রেখে বলবো
ভালোবাসি।
আমি চেয়ে নেবো আরো কিছু,
পূর্নিমার রাতে
প্রেম আলাপ হবে দৃষ্টির
চোড়াবালির মতো কেটে যাবে বেলা।
আবার দেখা হলে
বুকে জরিয়ে কানে কানে বলবো
ভালোবাসি।
আরো পড়ুন-

0
ভালো লিখেছেন ভাই, চমৎকার।
অসংখ্য ধন্যবাদ