কবিতা – ভালোবাসার অনুভূতি

play icon Listen to this article
0

ভালোবাসার অনুভূতি 

— আলী সোহেল —

আবার দেখা হলে
চোখে চোখ রেখে বলবো
ভালোবাসি।
সেদিনের সেই অনুভূতি গুলো
মনের কোনে ছবি আঁকবো,
কি অপরুপ দৃশ্য
আমার হাতের স্পর্শ গুলো
বিলিয়ে দেবো
তোমার সারা অঙ্গে।
আবার দেখা হলে
হাতে হাত রেখে বলবো
ভালোবাসি।
সবার মতো করে
তোমায় চেয়ে নেবো
কোন এক চাঁদনি রাতে।
যা কিছু দেওয়ার আছে বাকি,
সবই দেবো তোমাকে।
শুধু ভোর রাতে
হিসাব দিও
আর কিছু পড়ে রইলো না তো
আমার কাছে?
সেদিন চাইতে ভুলে গেছি
তাই বলে
একই ভুল বারবার কেন করি?
আমিও চেয়ে নেবো কিছু।
আবার দেখা হলে
ঠোঁটে ঠোঁট রেখে বলবো
ভালোবাসি।
আমি চেয়ে নেবো আরো কিছু,
পূর্নিমার রাতে
প্রেম আলাপ হবে দৃষ্টির
চোড়াবালির মতো কেটে যাবে বেলা।
আবার দেখা হলে
বুকে জরিয়ে কানে কানে বলবো
ভালোবাসি।


আরো পড়ুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Md. Ali Sohel

Author: Md. Ali Sohel

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

তোমার মাঝে আমার লীলা হবে

তোমার আকাশে কয়টি তারা?  সাতটি তারা।এই সাতটি তারা তুমি কাউকে দিয়েছ?  না।তাইতো তুমি সুন্দর। এবার বল এই সাতটি তারা আমাকে

2 Replies to “কবিতা – ভালোবাসার অনুভূতি”

Leave a Reply