কবিতা ভুলবে না কোনদিন আফছানা খানম অথৈ

0

ভুলবে না কোনদিন

আফছানা খানম অথৈ

সালাম বরকত রফিক ভাই
আমরা তোমাদের ভুলি নাই,
তোমরা হলে শহীদ সেনা
তোমাদেরকে যায় না ভুলা।
তোমাদের রক্তের বিনিময়ে
কুড়িয়ে পাওয়া বাংলা ভাষা,
যেই ভাষাতে কথা বললে
জুড়াই মনের সকল আশা।
তোমরা বীরের বেশে
দিয়েছো প্রাণ,
রেখেছো বাংলার মান
করেছো জয় বাংলা ভাষার।
তোমাদের ত্যাগ থাকবে অম্লান
ভুলবে না জাতি কোনদিন,
স্মরণীয়,বরণীয় হয়ে থাকবে
জাতির হৃদয়ে চিরদিন।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ঘৃণা (৬)

যদি ভালবাসা চাও ভালবাসা পাবে যদি ঘৃণা চাও ঘৃণা পাবে। কোনটা নেবে সে তোমার ইচ্ছা। আমাকে ঘৃণাই দাও। কেন? আমি

গরিবের স্বপ্ন

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাই কি আমায় হারতে হবে? স্বপ্নগুলো পুড়বে আগুনে, কাঁদবে মন দিনরাতে রবে? বড়লোকেরা

আছিয়া হত্যার বিচার চাই

আছিয়া হত্যার বিচার চাই 🖋️অপ্রিয় লেখক তানভির🌹 আছিয়ার চোখে ছিলো যে আলো, নিষ্ঠুর হাতে জীবন শেষ হলো। স্বপ্ন ভাঙে নির্দয়

অথৈ নদী

ফুলের মত দেখতে তোমার চোখ।সে চোখ দিয়ে তুমি কি বল কিছুই বুঝিনা। একদিন বললাম, কি বল? বললে, ভালবাসি।আসলে তুমি ভালবাসনা,

Leave a Reply