0
ভুলবে না কোনদিন
আফছানা খানম অথৈ
সালাম বরকত রফিক ভাই
আমরা তোমাদের ভুলি নাই,
তোমরা হলে শহীদ সেনা
তোমাদেরকে যায় না ভুলা।
তোমাদের রক্তের বিনিময়ে
কুড়িয়ে পাওয়া বাংলা ভাষা,
যেই ভাষাতে কথা বললে
জুড়াই মনের সকল আশা।
তোমরা বীরের বেশে
দিয়েছো প্রাণ,
রেখেছো বাংলার মান
করেছো জয় বাংলা ভাষার।
তোমাদের ত্যাগ থাকবে অম্লান
ভুলবে না জাতি কোনদিন,
স্মরণীয়,বরণীয় হয়ে থাকবে
জাতির হৃদয়ে চিরদিন।

0