মেঘ!
তুমি যাবে কি আমাকে নিয়ে?
যাবে কি সেথায়
যেথায় কোনো প্রাণের অস্তিত্ব নেই
মেঘ!
যাবে কি সেই জনমানবশূন্য নগরীতে
যে নগরী আমাকে সাময়িক স্বস্তি দিবে
হৃদয়কে দিবে প্রশান্তি
মেঘ!
এমন নগরী কি আছে এই ধরনীর বুকে?
যেথায় তরুছায়া আমার চোখকে শীতল করবে
যেথায় রবে না কোনো কোলাহল
রবে না কোনো প্রাণ
রবো শুধু আমি
আর আমার একাকীত্ব
জানো মেঘ!
আমি না বড্ড ক্লান্ত
এই শহুরে জীবনের প্রতি অতিষ্ঠ
এই শহরটা যে মিথ্যে মায়ার মায়ায় পড়েছে
এই শহরটা যে নিজের মনুষ্যত্ব হারাতে বসেছে!
মেঘ!
একটা মজার কথা বলি?
এই শহরের মানুষগুলো না বড্ড বোকা
তারা প্রতিনিয়ত সফলতার পিছু ছুটছে
তবে তারা এটাই জানে না আসলে সফলতা কিসে
জানো মেঘ!
আমারো না খুব ইচ্ছে হয়
জীবনের গতি বদলে
একটা সুন্দর জীবন উপভোগ করতে
আচ্ছা মেঘ!
কি করে এতো ভেসে বেড়াও বলো তো?
তুমি কি ক্লান্ত হও না?
তোমার কি ইচ্ছে হয় না
কোনো এক নির্জন প্রহরে বিশ্রাম নিতে?
মেঘ!
তুমি কি শুনেছো আমার কথা?
বুঝতে পেরেছো কি?
নিয়ে যাবে কি সেথায়?
বলো আমায়!
~সমাপ্ত

ভালো লিখেছেন কবি