কবিতা : মেঘ। সুমাইয়া আক্তার বৃষ্টি

0

মেঘ!
তুমি যাবে কি আমাকে নিয়ে?
যাবে কি সেথায়
যেথায় কোনো প্রাণের অস্তিত্ব নেই

মেঘ!
যাবে কি সেই জনমানবশূন্য নগরীতে
যে নগরী আমাকে সাময়িক স্বস্তি দিবে
হৃদয়কে দিবে প্রশান্তি

মেঘ!
এমন নগরী কি আছে এই ধরনীর বুকে?
যেথায় তরুছায়া আমার চোখকে শীতল করবে
যেথায় রবে না কোনো কোলাহল
রবে না কোনো প্রাণ
রবো শুধু আমি
আর আমার একাকীত্ব

জানো মেঘ!
আমি না বড্ড ক্লান্ত
এই শহুরে জীবনের প্রতি অতিষ্ঠ
এই শহরটা যে মিথ্যে মায়ার মায়ায় পড়েছে
এই শহরটা যে নিজের মনুষ্যত্ব হারাতে বসেছে!

মেঘ!
একটা মজার কথা বলি?
এই শহরের মানুষগুলো না বড্ড বোকা
তারা প্রতিনিয়ত সফলতার পিছু ছুটছে
তবে তারা এটাই জানে না আসলে সফলতা কিসে

জানো মেঘ!
আমারো না খুব ইচ্ছে হয়
জীবনের গতি বদলে
একটা সুন্দর জীবন উপভোগ করতে

আচ্ছা মেঘ!
কি করে এতো ভেসে বেড়াও বলো তো?
তুমি কি ক্লান্ত হও না?
তোমার কি ইচ্ছে হয় না
কোনো এক নির্জন প্রহরে বিশ্রাম নিতে?

মেঘ!
তুমি কি শুনেছো আমার কথা?
বুঝতে পেরেছো কি?
নিয়ে যাবে কি সেথায়?
বলো আমায়!

~সমাপ্ত


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Sumaiya Akter Bristy

Author: Sumaiya Akter Bristy

❝শুভ্রচিন্তার উদ্ভব ঘটে যার কথা ভেবে সে যদি মোহ হয় দোষ বা কি তাতে?❞ ~Sumaiya Akter Bristy

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ঘৃণা (৬)

যদি ভালবাসা চাও ভালবাসা পাবে যদি ঘৃণা চাও ঘৃণা পাবে। কোনটা নেবে সে তোমার ইচ্ছা। আমাকে ঘৃণাই দাও। কেন? আমি

গরিবের স্বপ্ন

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাই কি আমায় হারতে হবে? স্বপ্নগুলো পুড়বে আগুনে, কাঁদবে মন দিনরাতে রবে? বড়লোকেরা

আছিয়া হত্যার বিচার চাই

আছিয়া হত্যার বিচার চাই 🖋️অপ্রিয় লেখক তানভির🌹 আছিয়ার চোখে ছিলো যে আলো, নিষ্ঠুর হাতে জীবন শেষ হলো। স্বপ্ন ভাঙে নির্দয়

অথৈ নদী

ফুলের মত দেখতে তোমার চোখ।সে চোখ দিয়ে তুমি কি বল কিছুই বুঝিনা। একদিন বললাম, কি বল? বললে, ভালবাসি।আসলে তুমি ভালবাসনা,

One Reply to “কবিতা : মেঘ। সুমাইয়া আক্তার বৃষ্টি”

Leave a Reply