0
কবি তুমি কি কর?
আমি গান গাই।
গান গাইলে হবে?
তাহলে?
কবিতা লিখতে হবেনা?
লিখব।
কখন?
পরে।
পরে লিখলে হবে?
তাহলে?
এখন লিখতে হবে।
এখন আমার কাজ আছে।
তাহলে তুমি কাজ নিয়েই থাক।
কাজ কি কোন কাজ নয়?
কাজ ; তবে সেটা তোমার কাজ নয়।
তাহলে?
তোমাকে কবিতা লিখতে হবে।
দিনরাত কবিতা লেখা আমার পক্ষে সম্ভব নয়।
তাহলে তুমি কবি নও।
এবার বল কি কবিতা লিখবে?
লিখব, তোমার-আমার প্রেমের কবিতা।
সে কবিতা কোন কবিতা নয়।
তাহলে?
তোমাকে পাখ- পাখালীর কবিতা লিখতে হবে।
পাখ-পাখালির কবিতা আমি কখনও লিখিনা।
তাহলে তুমি কবির খাতা থেকে পুরোপুরি বাদ।
0