যদি কখনও কোন কবিকে দেখ ফুল তুলতে তুমি কি অবাক হবে? জানি তুমি অবাক হবেনা। কারন, কবির কাজই ফুল তোলা। কিন্তু আজ একজন কবিকে দেখলাম কাঁটা নিয়ে খেলতে। তার মানে কি? নিশ্চয়ই কবির মনে কেউ দুঃখ দিয়েছে। সে দুঃখ কি কবিকে ভালবাসি বলেও ভালবাসেনি।তার মানে সে কবির সাথে প্রতারণা করেছে। প্রতারণা করল কেন? নিশ্চয়ই কবির কানে কোন সমস্যা ছিল। এ সমস্যা হল কেন? কেউ তাকে আঘাত করেছে।তাহলে তাকে কি করতে হবে? আঘাত করতে হবে। সে আঘাতের ওজন কত হতে হবে? নিশ্চয়ই লাখ লাখ মন। তানাহলেতো কবির কানের সমস্যার কোন সুরাহা হবেনা।
এসো আমরা গিয়ে তাকে আঘাত করি।কি দিয়ে আঘাত করব? কোদাল দিয়ে। যা সবচেয়ে বড় রামশাল কোদাল’ নিয়ে আয়।মর মর তুই মর! তুই কেন কবির কানে আঘাত করেছিলি! মর, তুই আজ ভাল করে মর্! তুই না মরলে যে কবির কানের কোন আশু সুরাহা হবেনা। মরলি? তুই মরলি?
এতক্ষণে খবর এল কবিকে কেউ ভালবেসেছে। সে নাম কত সুন্দর সেটাই ভাবছি। সে নাম যদি রক্তগোলাপ’র চেয়ে সুন্দর হয় তাহলে আমি সব রক্তগোলাপকে বলব তোমরা রক্তগোলাপ’র নামে সেজদা কাট।