0
আমি কবি, আমি কবিতা লিখি মনের আনন্দে। কেউ যদি আমাকে বাধা দেয়, আমি তার ঘায়ে ছুরি চালিয়ে দেই।আর যদি কেউ বাধা না দেয় আমি তার ঘায়ে কোন ছুরি চালাইনা।আজ আমাকে কেউ বাধা দেয়নি। তার মানে আজ আমি কারো ঘায়ে ছুরি চালাইনি।তার মানে আজ আমার একটি কবিতাও লেখা হয়নি।
আবার যদি এমন কোন দিন আসে আমাকে কেউ বাধা দিয়েছে তাহলে আবার আমার একটি কবিতা লেখা হবে। আমি সেই দিনটির অপেক্ষায় আছি। এমন একটি দিন কি আসবে? অবশ্যই আসবে তানাহলে আমি কিসের কবি। কবি বলেছেন, কবি তুমি কবি নও কবি হল আকাশের নীল পাখি। আমি সে কবি হতে চাইনা।
কবি যদি একদিন না খেয়ে থাকে তার কাটে হাজার দিন। আমার কাটে লক্ষ কোটি বছর; কে আমাকে মুক্তি দিবে?

0