কবি পরিচিতি কবি মোঃ রুহুল আমিন

0

কবি পরিচিতি

কবি মোঃ রুহুল আমিন

দক্ষিণ বঙ্গের সাতক্ষীরা জেলার অন্তর্গত আশাশুনি থানার দক্ষিণ গদাইপুর গ্ৰামে ২২ অক্টোবর ১৯৮৭ ইংরেজি জন্মগ্রহণ করেন।

পিতা মোঃ আবুল কালাম গাজী কৃষক

মাতা মোছাঃ আকলিমা খাতুন গৃহিণী। 

পাঁচ ভাইবোনের মধ্যে তিনি বড়। 

 

শিক্ষা জীবন:

তিনি কলারোয়া দঃ দিগং গ্ৰামে মোঃ আলিমুদ্দিন মোড়ল নামক জনৈক ব্যক্তির বাড়িতে ২০০০ ইংরেজি সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত লজিং মাস্টার থেকে লেখা পড়া করেন।

 

কলারোয়া উপজেলার  ইসলাম পুর দাখিল মাদ্রাসা থেকে।  দাখিল পাশ করেন এবং একই উপজেলা কাজীর হাট কলেজে ভর্তি হলেও দুর্ভাগ্যবসত পরিক্ষা দেওয়া হয়নি। পরবর্তিতে তিনি চট্টগ্রাম ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী কলেজ থেকে এইচএসসি এবং বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি থেকে বি এস এস ডিগ্রী অর্জন করেন। 

 

স্মৃতি চারণ:

কবি সাহিত্যিক

এম এ হালিম এর হাত ধরে তিনি সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন। এবং নিজের মেধার বিকাশ ঘটিয়ে তিনি অল্প সময়ে সবার কাছে লিখালেখির যথার্থ মূল্যায়ন গ্রহণযোগ্যর ভিত্তি স্থাপন করতে সক্ষম হয়েছেন।

 

অনলাইন সাহিত্য অঙ্গনে তিনি তার লিখালেখির জন্য খুব পরিচিত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। এবং অনলাইন সাহিত্য অঙ্গনে বিভিন্ন সাহিত্য গ্ৰূপের সাথে যুক্ত থেকে সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। কবির নিজের অনলাইন সাহিত্য গ্ৰুপ গড়ে তুলছেন। কলম চলবে আপন জ্ঞানে সাহিত্যকর্ম যার প্রতিষ্ঠাতা কবি নিজেই। এবং উক্ত সাহিত্য গ্ৰুপে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারতীয় কবি সাহিত্যিক।কবি ইন্দিরা দত্ত। এবং তিনি বর্তমান ডিএমসি নিউজ পত্রিকার সাহিত্য সম্পাদকের দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

 

কর্ম জীবন:

সিইপিজেড চট্টগ্রাম আর এম ইন্টার লাইনিংস লিমিটেড ১০ই জানুয়ারি ২০১০ থেকে কর্মরত আছেন।ছড়া কবিতার মধ্যে দিয়ে তিনি লিখালেখির গভীর আগ্রহ প্রকাশ করেন। সেই ভাবনা থেকেই কবি লিখালেখির মধ্যে প্রবেশ করেন। তিনি একাধারে লিখালেখি করে যাচ্ছেন। কবির লিখা লেখিতে বিশেষ ভাবে বিষয়বস্তু হিসেবে সামাজিক ইস্যু – বিশেষ করে জীবনযুদ্ধ, শোষণ ও বঞ্চনাকে আলোকপাত করেন। কবি খুবই সাদাসিধা আমোদ-প্রমোদ জীবন-যাপন পছন্দ করেন।

পদাবলিতে জীবনঘনিষ্ঠ প্রতীকের ব্যবহার – যা বাংলা ভাষার কবিদের প্রতীকের অভিব্যক্তি থেকে সম্পূর্ণ ভিন্ন। সমসাময়িক বিষয় নতুনত্ব প্রকাশভঙ্গি কবির তারুণ্যে ভরপুর কবিতা প্রতিষ্ঠিত।

সাধারণ মানুষের বাচনভঙ্গি ব্যবহার করে কবিতাতে আরোপ করেন ভিন্নতর মাত্রায়।

তিনি এই পর্যন্ত (৬০০ ) ছয়শত এর অধিক কবিতা লিখেছেন। দেশে বিদেশে কবির কবিতা প্রকাশিত হয়েছে বিভিন্ন ম্যাগাজিন এবং পত্রিকায়। জাতীয় এবং আঞ্চলিক পত্রিকায় কবির কবিতা নিয়মিত প্রকাশিত হচ্ছে। কবির অর্থ সংকটে থাকার কারণে একক কাব্যগ্রন্থ প্রকাশিত করতে পারেনি। তবে ১২ বারো এর অধিক যৌথ কাব্যগ্ৰন্থ প্রকাশিত হয়েছে। তিনি বর্তমান আর এম ইন্টার লাইনিংস লিমিটেড চট্টগ্রাম কর্মরত আছেন। এবং লিখালেখি করে যাচ্ছেন নিয়মিত। সকলের কাছে দোয়া প্রার্থী।

 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

নব্যতন্ত্র দেশ

বঙ্গ দেশের জমিন কেনা তাজা রক্ত দিয়ে, সাহস শক্তি অটুট ছিলো কেতন হাতে নিয়ে। বঙ্গ দেশের এই মাটিতে কতো রক্ত

কবিতা ভালোবাসার পরাজয়

কবিতা ভালোবাসার পরাজয় আফছানা খানম অথৈ তুমি আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা তাই মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম সর্বদা আর

জুম্মার দিন

জুম্মার দিন মোঃ রুহুল আমিন জুম্মার দিনে একটু আগে কাজ গুছিয়ে নাও, আযান হলে গোসল সেরে মসজিদ ঘরে যাও। প্রথম

কেমন প্রথা নীতি

মানব জাতি ধর্মের জন্যেই ধরায় বুঝি সৃষ্টি, জাতি বিভেদ করছে তবে ভিন্ন ভিন্ন কৃষ্টি। মানব জাতি করে পালন স্বজাতির ঐ

Leave a Reply