0
কবি তুমি বলতো সবচেয়ে সুন্দর ফুল কি?
গোলাপ।
সে ফুল নিয়ে তুমি কবিতা লিখেছ?
হ্যাঁ।
তাহলে তোমার কবিতা সার্থক।
এবার বল আর কি নিয়ে কবিতা লিখেছ?
মেঘ, জলাশয়, নদীর পানি, তোমার প্রিয়া।
সবচেয়ে বেশি লিখেছ কি নিয়ে?
তোমার প্রিয়া।
কেন?
তোমার প্রিয়া অনেক সুন্দর।
তাহলে তুমি আমাকে একটি কবিতা শোনাও?
প্রিয়ার মত প্রিয়া নেই ; সে যে তোমার প্রিয়া।
আমার প্রিয়াকে তোমার অনেক ভাল লাগে?
হ্যাঁ,তোমার প্রিয়া না দেখলে আমি থাকতে পারিনা।
তাহলে আবার তাকে নিয়ে একটি কবিতা লিখ।
লিখব আগামীকাল।
সে কবিতা কি হবে?
সে কবিতা হবেঃ তোমার প্রিয়া মানে আমার প্রিয়া, আমার প্রিয়া মানে তোমার প্রিয়া ; কাজেই,তোমার প্রিয়া আমি কোথায় রাখব?
আমার প্রিয়াকে তুমি এত ভালবাস?
হ্যাঁ।
তাইতো তুমি কবি; তোমাকে কবি না বলে যে কোন উপায় নেই।
0