0
একজন কবিকে প্রশ্ন করা হয়েছিল, তুমি কবিতা লেখ কেন?
কবি বললেন, মনের আনন্দে!
পরের দিন তিনি ইচ্ছেমত কবিতা লিখতে শুরু করলেন।কিন্তু কবিতা লিখতে গিয়ে দেখলেন তার কলম নেই, কাগজ নেই, ইচ্ছেমত ছিটফোট’ নেই। তখন তিনি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিলেন । কিন্তু আত্মহত্যা করতে গিয়ে দেখলেন একজন তাকে রক্ষা করার জন্য বিশাল পাটের রশি নিয়ে এসেছে। তখন তিনি বললেন, তুমি পাটের রশি নিয়ে এসেছ কেন? তোমাকে রক্ষা করার জন্য। কিভাবে? তুমি যদি আত্মহত্যা কর তাহলে আমি এই পাটের রশিতে ঝুলব।তখন কবি বললেন, তোমার মত কবি আমি চোখে দেখিনি!
0