0
আমার যেদিন প্রথম জন্ম হয়েছিল কবি বলেছিলেন, ভালবাস।ভালবেসেছিলাম।
আমার যেদিন দ্বিতীয় জন্ম হয়েছিল কবি বলেছিলেন, ভালবাস।ভালবেসেছিলাম।
আমার যেদিন তৃতীয় জন্ম হয়েছিল কবি বলেছিলেন, ভালবাস।ভালবেসেছিলাম।
তাহলে আমার যেদিন চতুর্থ জন্ম হবে সেদিনও নিশ্চয়ই কবি বলবেন, ভালবাস।কিন্তু কবিতো আমাকে কিছু দেননা, তাহলে ভালবেসে কি হবে? অবশ্যই কবিকে মারতে হবে, এমনভাবে মারতে হবে কবি যেন টেরই না পান।কিন্তু কবিকে মারার মত কোন অস্ত্র কি আছে? যদি না থাকে তিনি কেন কবি হলেন? কবি না হয়ে পাগল হতে পারলেননা! পাগল হলেই তো ইচ্ছেমত মারা যেত!

0