কম্পিউটার এর ব্যবহার | কম্পিউটার ব্যবহার করার নিয়ম ও কাজ- লেখক ডট মি

কম্পিউটার এর ব্যবহার | কম্পিউটার ব্যবহার করার নিয়ম ও কাজ

0

আধুনিক এবং উচ্চতর জীবনধারায় কম্পিউটারের এই পরিচিতি ও ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনকে  উন্নত করে যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে এবং রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্বে আমরা বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার করে থাকি।

দৈনন্দিন জীবনের চাহিদা পূরণে আমরা বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করে থাকি, যেমন:

  1. পড়াশোনা করার ক্ষেত্রে মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করার জন্য কম্পিউটার ব্যবহার করি।
  2. চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন রোগের হলোগ্রাম এবং রিপোর্ট প্রদান করতে কম্পিউটার ব্যবহার করি।
  3. বিভিন্ন ফার্মেসি, কোম্পানি এবং ব্যবসা-বাণিজ্যের হিসাব নিকাশ করার ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করে।
  4. নিরাপত্তা রক্ষায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ বা ভিডিও দেখার জন্য কম্পিউটার ব্যবহার করি।
  5. দৈনন্দিন জীবনে ভেসে আসা নানা প্রশ্নের জবাব পেতে কম্পিউটার ব্যবহার করি।
  6. বিভিন্ন পণ্য, ঔষধ এবং ফলমূলের উপকারী ও অপকারী প্রভাব সম্পর্কে জ্ঞান লাভ করতে কম্পিউটার ব্যবহার করি।
  7. ব্যবসা-বাণিজ্য করার সঠিক নিয়ম এবং কৃষি মান উন্নয়ন সাধনে কম্পিউটার ব্যবহার করি।
  8. কৃষি ক্ষেত্রে বিভিন্ন গবেষণা করার কাজে এবং উপযুক্ত প্রতিকার আবিষ্কার করতে কম্পিউটার ব্যবহার করি।
  9. বৈজ্ঞানিক যেকোনো ধরনের গবেষণা এবং মহাকাশ অভিযান সহ সমুদ্রের ঘটনা আবিষ্কার করতে কম্পিউটার ব্যবহার করি।
  10. দেশ এবং বিদেশে ঘটে যাওয়া নানা ঘটনা এবং দেশের সামাজিক উন্নয়ন সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি।
  11. অফিস, আদালত, ফার্মেসি, ক্লিনিক এবং দোকানের যেকোনো লেখালেখি ও হিসাব-নিকাশের কাজ করতে কম্পিউটার ব্যবহার করি।
  12. বিদ্যালয় উপস্থিতি শিক্ষার্থীদের তালিকা, ব্যবসা-বাণিজ্যে পণ্য আমদানি এবং রপ্তানির তালিকা ও কোম্পানির সদস্যদের তালিকা তৈরি করতে কম্পিউটার ব্যবহার করি।
  13. লেনদেন সংক্রান্ত নানা ধরনের জটিল হিসাব-নিকাশের সঠিক জবাব এবং তার তালিকা সংরক্ষণ এবং সংগ্রহ করতে কম্পিউটার ব্যবহার করি।

কম্পিউটার ব্যবহার করার নিয়ম ও কাজ

আমরা পূর্বে কম্পিউটার ব্যবহার এবং এর কাজ নিয়ে আলোচনা করেছি, তবে এই ব্যবহারগুলো করার পূর্বে আমাদেরকে কম্পিউটার ব্যবহারের নিয়ম সম্পর্কে জানা উচিত।

নিচে কতিপয় সাধারণ কম্পিউটার ব্যবহারের নিয়ম উল্লেখ করা হলো:

  • কম্পিউটার ব্যবহার করার জন্য প্রথমে আমাদেরকে কম্পিউটারে উইন্ডোজ ফাইল ইন্সটল করতে হবে ব্রাউজিং করার জন্য।
  • কম্পিউটার ব্যবহার করার পূর্বে অবশ্যই আমাদেরকে কম্পিউটার চালানো শিখতে হবে।
  • কম্পিউটার ব্যবহার করার জন্য দরকারি কয়েকটি সফটওয়্যার ইন্সটল করে রাখতে হবে।
  • কম্পিউটার ব্যবহার করার জন্য প্রথমে একে পাওয়ার লাইন থেকে পাওয়ার দিতে হবে।
  • এরপর উপযুক্ত বাটন চাপার মাধ্যমে কম্পিউটার সিস্টেম এবং হার্ডওয়ারকে সক্রিয় করে চালাতে হবে।
  • ব্যবহারকারীর সুবিধা অনুযায়ী যে কোন ধরনের ফাইল যেমন windows file ইন্সটল করে রিফ্রেশ করতে হবে।
  • ব্রাউজিং ক্যাশ বা উইন্ডোজ কেসে কোন কিছু আলোচনা জমে থাকলে তা ক্লিয়ার করতে হবে।
  • আর এরপর আপনি কম্পিউটার শিখতে গিয়ে যা শিখেছেন তার উপর কাজ করতে পারেন।
  • অবশেষে শাটডাউন দেওয়ার মাধ্যমে কম্পিউটার বন্ধ করবেন, তবে বলে রাখি কখনই একবারে পাওয়ার লাইন অফ করা উচিত নয়।

 


আরও পড়ুন:


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

টাকা ছাড়াই শুরু করুন ড্রপসার্ভিসিং এর ব্যবসায়

আপনারা অনেকেই অনলাইন ফ্রিলান্সিং ও রিমোট জবসের ব্যাপারে জানেন। কিন্তু আপনারা কি উক্ত বিষয় নিয়ে কোনো ব্যবসায়  প্রতিষ্ঠা করতে চেষ্টা

ইন্টারনেটের অন্ধকার দিক নিয়ে সতর্কতা

ইন্টারনেটের অন্ধকার দিক নিয়ে সতর্কতা ভাবুন তো, আপনার দিন কেমন যাচ্ছে? আমি যখন সকালে ঘুম থেকে উঠে চোখ খুলি, তখন
ফোনের ব্যবহার 1

মোবাইল ফোনের ব্যবহার | মোবাইল ফোনের বৈশিষ্ট্য

সকালে মোবাইল ফোনের এলার্ম দ্বারা ঘুম ভাঙা থেকে শুরু করে, রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্বে ফোনে এলার্ম সেট করা পর্যন্ত পুরোটা
কম্পিউটারের কীবোর্ড পরিচিতি- লেখক ডট মি

কম্পিউটারের কি-বোর্ড পরিচিতি

কী-বোর্ড হচ্ছে কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস। যার মাধ্যমে বিভিন্ন লেখা-লেখির কাজ করা হয়। এবং কম্পিউটারে বিভিন্ন কমান্ড প্রায়োগ করা হয়।

Leave a Reply