0
টাকা টাকা টাকা,রে ভাই
টাকাই সকল মূল।
বাবাটা কে হারিয়ে আজ
হারালাম সব কূল।
কষ্টের কথা মনের মাঝে
আছে জমা ভাই।
থাকতো যদি বাবা আমার
হতাম খুশি তাই।
টাকার জন্য কাছের মানুষ
নেইনি একটু খোঁজ।
বাবার কথা মনে পড়লে
কাঁদি দিবা রোজ।
ধরার বুকে টাকার জন্য
দুখের নেই যে কেউ।
বিপদ কালে বুঝবে কতো
বুকে কষ্টের ঢেউ।
দুখের পাশে সর্বক্ষণে
টাকা যদি রয়।
খোদার কাছে প্রার্থনা যে
আমার যেনো হয়।
0
ভালো লিখেছেন কবি