0
যে গোলাপ হাসেনা তার সাথে আমার কোন কথা নেই। আমি শুধু তার সাথেই কথা বলব যে গলাপ হাসে।সেটি কি?
কালো গোলাপ।
সে গোলাপ কোথায় আছে বল আমি সেখানে যাব। তবু আমার সে গোলাপ চাই।
সেখানে গেলে যদি সে হেসে উঠে বলে আমি তোমাকে ভালবাসি তাহলে তাকে আমি বুকে জড়িয়ে নেব; সে যে আমার অনেক দিনের ভালবাসা।
তাকে নিয়ে হাসব, গাইব….।সে যে আমার অনেক দিনের ভালবাসা। অনেক দিনের ভালবাসা ছাড়া কি বাঁচা যায়?

0