0
কালো মেয়েটা
যখন রূপ যৌবনের
কথা বলে
তখন খুব বিরক্ত লাগে।
এই সাম্যহীন
পৃথিবীতে যখন কালো মেয়েটা
ধবল মেয়েদের পিছু হটাতে চায়
তখন খুব বিরক্ত লাগে।
যখন কালো মেয়েটা বলে
নিজেকে যোগ্য করে তুলবো
তখন খুব বিরক্ত লাগে।
যখন কালো মেয়েটা বলে
সকলের উপরে থাকবো আমি
তখন খুব বিরক্ত লাগে
আচ্ছা ক’টা কালো মেয়ে
পৃথিবীর সেরা হয়েছে?
ক’টা কালো মেয়ে
রাষ্ট্রের উচ্চপদে আছে?
কালো মেয়েটা যখন
শেতাঙ্গ ছেলে কে বলে তোমার থেকে
মূল্যবান হয়ে দেখাবো আমি
তখন খুব বিরক্ত লাগে।
যতই আমরা সাম্যের কথা বলি
আসলে আমরা
সৌন্দর্যের পথেই চলি
সাম্য কিছু নয় মুখের বুলি।
সুন্দরী মেয়েদের আছে কদর
কালো মেয়েদের নেই আদর,
তাই শোন কালো মেয়ে
নিজেকে শ্রেষ্ঠ বানাতে চাও না
তুমি শ্রেষ্ঠ হলেও
সৌন্দর্য কোটায় তোমার জায়গা নেই
এই পৃথিবীর সকল মানুষ সুন্দরের পূজা করে….
আরো পড়ুনঃ
0
🤔🤔🤔🤔
Assa Vai ai site a to Ami notun.akhana copyright ki reserved.copyright related kno problem hla ki hba
আপনি যদি অন্য কারো লেখা কপি করে এখানে পাবলিশ করেন, তাহলে আপনার একাউন্ট সাময়িক বা, আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে। তাছাড়া আর কিছুই হবে না। আপনার লেখার কৃতিত্ব এবং দায়ভার একান্তই আপনার। এটা শুধুই একটা প্ল্যাটফর্ম।
নিজের লেখা প্রকাশ করতে আমরা উৎসাহিত করি, সেটার মাণ যেমনই হোক না কেন। অন্য কেউ এখান থেকে আপনার লেখা কপি করলে, আমরা শুধু গুগলে রিপোর্ট করতে পারবো। আপনি চাইলে আইনি ব্যবস্থা নিতে পারেন।
আপনাকে ধন্যবাদ।