কালো মেয়েটা

0

কালো মেয়েটা
যখন রূপ যৌবনের
কথা বলে
তখন খুব বিরক্ত লাগে।

এই সাম্যহীন
পৃথিবীতে যখন কালো মেয়েটা
ধবল মেয়েদের পিছু হটাতে চায়
তখন খুব বিরক্ত লাগে।

যখন কালো মেয়েটা বলে
নিজেকে যোগ্য করে তুলবো
তখন খুব বিরক্ত লাগে।

যখন কালো মেয়েটা বলে
সকলের উপরে থাকবো আমি
তখন খুব বিরক্ত লাগে
আচ্ছা ক’টা কালো মেয়ে
পৃথিবীর সেরা হয়েছে?

ক’টা কালো মেয়ে
রাষ্ট্রের উচ্চপদে আছে?
কালো মেয়েটা যখন
শেতাঙ্গ ছেলে কে বলে তোমার থেকে
মূল্যবান হয়ে দেখাবো আমি
তখন খুব বিরক্ত লাগে।

যতই আমরা সাম্যের কথা বলি
আসলে আমরা
সৌন্দর্যের পথেই চলি
সাম্য কিছু নয় মুখের বুলি।

সুন্দরী মেয়েদের আছে কদর
কালো মেয়েদের নেই আদর,
তাই শোন কালো মেয়ে
নিজেকে শ্রেষ্ঠ বানাতে চাও না
তুমি শ্রেষ্ঠ হলেও
সৌন্দর্য কোটায় তোমার জায়গা নেই
এই পৃথিবীর সকল মানুষ সুন্দরের পূজা করে….

 


আরো পড়ুনঃ


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ সোনার বাংলার জাতীয় ইলিশ যাচ্ছে ভারতে, বাংলার মানুষ পাচ্ছে না খেতে দাম বেড়ে যাওয়াতে।

3 Replies to “কালো মেয়েটা”

    1. আপনি যদি অন্য কারো লেখা কপি করে এখানে পাবলিশ করেন, তাহলে আপনার একাউন্ট সাময়িক বা, আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে। তাছাড়া আর কিছুই হবে না। আপনার লেখার কৃতিত্ব এবং দায়ভার একান্তই আপনার। এটা শুধুই একটা প্ল্যাটফর্ম।
      নিজের লেখা প্রকাশ করতে আমরা উৎসাহিত করি, সেটার মাণ যেমনই হোক না কেন। অন্য কেউ এখান থেকে আপনার লেখা কপি করলে, আমরা শুধু গুগলে রিপোর্ট করতে পারবো। আপনি চাইলে আইনি ব্যবস্থা নিতে পারেন।

      আপনাকে ধন্যবাদ।

Leave a Reply