0
কাউকে কিছু বলিনি; শুধু তোমাকে বলেছি।অথচ সে কথা তুমি ফাস্ করে দিলে।তুমি ফাস করে দিলে কেন? আমি এ কথা গভর্ণর’ জানাব।নিশ্চয়ই তিনি কিছু করবেন। যদি তিনি কিছু করেন তাহলে বলব, কথা কথা” খুঁজে পেয়েছে কিনা।
এখন কথা হল তিনি কিছু করবেন কিনা।করার জন্য যা যা লাগে আমি তা করব। তিনি যদি বলেন, গাছের আগায় উঠতে উঠব,যদি বলেন পানিতে ঝাঁপ দিতে পানিতে ঝাঁপ দেব; তবু্ও কিছু করা চাই।
কিছু না করলে যে আমার ভাল লাগবেনা। কারন, তুমি আমার ভালবাসা। ভালবাসাকে ভাল না বেসে পারা যায়?
এবার বল তুমি আমার জন্য কি করবে? তুমি যদি সাতসাগরের পানিতে ডুব দাও তাহলে আমার অনেক ভাল হয়।কারণ, সাতসাগরের পানি আমি অনেক ভালবাসি।
0