0
একদিন একটি কুকুর আমার কাছে আসল।সে আমার কাছে কিছু খাদ্য ভিক্ষা করল।আমি তাকে কিছু খাদ্য দিলাম। এখন সে নিয়মিত আমার কাছে আসে, আমাকে দেখলে পিছু ছাড়েনা।আমাকে দেখলে ঘেউঘেউ করে ওঠে, বলে, আমাকে কিছু দে আমাকে কিছু দে। কিন্তু আমি তাকে কিছু দিতে পারিনা!
তাহলে?
সেদিন কেন দিলাম সেটাই প্রশ্ন।
সেদিন না দিলেতো এ পরিস্থিতির সৃষ্টি হতনা।
তাহলে?
সবাইকে বলব, কুকুরকে কিছু দিওনা।
তাহলে কুকুরকে না দিলেতো সে না খেয়ে মরবে।
তাহলে?
কুকুরকে কিছু দিতে হবে।
কিন্তু কুকুরকে কিছু দেবে সে সামর্থ্য তো থাকতে হবে।
তাহলে কুকুরের না খেয়ে মরা দেখতে হবে।
তাহলে?
ঈশ্বর, আমি যেন আগামীকাল রাতে কোন কুকুর’ না খেয়ে মরতে না দেখি; কারন, আগামীকাল আমার মা বৈচিতানী রানীর জন্মদিন যিনি একজন বড় কুকুর ছিলেন।
0