0
আমি কাউকে ভালবাসিনা, আমাকেও কেহ ভলবাসেনা; ভালবাসে শুধু কুকুর, সে রোজ রাতে আমার কাছে এসে দাঁড়িয়ে থাকে, আমি তাকে খাদ্য দেই, একদিন না দিলে ঘেউঘেউ শুরু করে। কুকুর বুঝি খুব বিশ্বস্ত প্রাণী, রোজ রাতে এসে দাঁড়িয়ে থাকে, যদি বিশ্বস্তই না হবে তাহলে রোজ রাতে এসে দাঁড়িয়ে থাকবে কেন।কুকুর হ কইলে হ কয় ন কইলে ন কয়: একদিন খাদ্য দিয়ে অনেক দূরে চলে গিয়েছিলাম, সাথে সাথেই ঘেউঘেউ শুরু করল, আসার পর আস্তে থেমে গেল:এটাই বুঝি কুকুরের স্বভাব, সবাই বিশ্বস্ত কয়? নতুন একটি কুকুর পালা শুরু করব।
কুকুর নিয়ে কত কথা শুনলাম, সবচেয়ে বেশি শুনলাম তার ঘেউঘেউ এর কথা, সে যে এত’ বিশ্বস্ত হয় জানা ছিলনা; কুকুর এর মত কাউকে যদি পাওয়া যেত।
0