0
রোজ রাতে একটি কুকুর আমার কাছে আসে। আমি তাকে খাবার দেই, আদর করি, কাছে টেনে নেই। কুকুর’ এখন আমাকে ছাড়া থাকতে পারেনা। সে আমাকে দেখলেই ঘেউঘেউ করে ওঠে কি যেন বলতে চায়।আমি তার ভাষা বুঝতে পারিনা। আমার কেবলই মনে হয় কেউ তাকে ব্যথা দিয়েছে, সে ব্যথা সে আমার কাছে প্রকাশ করে। সে ব্যথা কি? সে ব্যথা বুঝি আমার ঘরের চালায় কেউ লাথি মেরেছে। তাহলে? আমি কুকুর’ কেন ভালবাসলাম!কুকুর’ ভাল না বেসে ঘরের চালা ভালবাসা উচিত ছিল! কারন, ঘরের চালা আমার অধিক প্রিয়। তাহলে? এমন কেউ’ যেন দেখা না পাই যে ঘরের চালা ভাল না বেসে কুকুর ভালবাসে।
0