কৃষক বাঁচান

play icon Listen to this article
0

কাস্তে হাতে গাঁয়ের চাষি
কাটবে সোনা ধান,
নতুন ধানের সুবাস ছড়ায়
মুগ্ধ মনো প্রাণ।

গাঁয়ের চাষি বেজায় খুশি
পেয়ে নতুন ধান,
মনের সুখে ধান কাটে যে
গেয়ে বাউল গান।

ধানের বোঝা মাথায় নিয়ে
আসে কৃষক বাড়ি,
উঠান জুড়ে ধানের আঁটি
রাখে সারি সারি।

নতুন ধানে ভরবে গোলা
গাঁয়ের চাষি ভাই,
আমন ধানের গন্ধে সবার
আনন্দের জো নাই।

মলন দিয়ে ধান গুলো সব
নিচ্ছে ছাঁটাই করে,
নতুন ধানের পিঠা উৎসব
রবে কৃষক ঘরে।

নতুন ধানের পিঠা পায়েস
ভারি মজা খেতে,
পিঠা পায়েস স্বাদের গন্ধে
সবাই থাকে মেতে।

কৃষক বাড়ি এই আনন্দের
হয়না কভু শেষ।
কৃষক বাঁচায় গড়বো মোরা
এমন সুন্দর দেশ।

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ধনী

গরীবের কাছে ধনীর প্রশ্ন ছিল, তুমি কেন আমাকে এত ভালবাস? গরীব বলল, তুমি ধনী তাই। আমি বললাম, আমাকে কিছু ধন

ভাঙরে প্রাচির্

ওহে অরুণ এগিয়ে যাও দুর্বার গতি বেগে, থাকবে কেনো ঘুমিয়ে আজ ওঠো এবার জেগে। কন্ঠের ধ্বনি দাও ছড়িয়ে নব প্রভাত

শোক- ২

আজ কি হয়েছে? একটি লোক মারা গেছে। কাল কি হয়েছে? দুটি লোক মারা গিয়েছে। পরশু কি হয়েছে? চারটি লোক মারা

তোমার পায়ের নূপুর হবো

তোমার পায়ের নূপুর হবো দুলবো পায়ে দিবস যামী। তোমার চলায় তুলব ধ্বণি ঝিনিকঝিনি ঝিনিকঝিনি ঝুমঝুম। আমায় রাখবে যখন তোমার পায়ে

Leave a Reply