0
কাস্তে হাতে গাঁয়ের চাষি
কাটবে সোনা ধান,
নতুন ধানের সুবাস ছড়ায়
মুগ্ধ মনো প্রাণ।
গাঁয়ের চাষি বেজায় খুশি
পেয়ে নতুন ধান,
মনের সুখে ধান কাটে যে
গেয়ে বাউল গান।
ধানের বোঝা মাথায় নিয়ে
আসে কৃষক বাড়ি,
উঠান জুড়ে ধানের আঁটি
রাখে সারি সারি।
নতুন ধানে ভরবে গোলা
গাঁয়ের চাষি ভাই,
আমন ধানের গন্ধে সবার
আনন্দের জো নাই।
মলন দিয়ে ধান গুলো সব
নিচ্ছে ছাঁটাই করে,
নতুন ধানের পিঠা উৎসব
রবে কৃষক ঘরে।
নতুন ধানের পিঠা পায়েস
ভারি মজা খেতে,
পিঠা পায়েস স্বাদের গন্ধে
সবাই থাকে মেতে।
কৃষক বাড়ি এই আনন্দের
হয়না কভু শেষ।
কৃষক বাঁচায় গড়বো মোরা
এমন সুন্দর দেশ।
আরো পড়ুন-
- বাংলা সাহিত্যের পঞ্চপান্ডব
- স্যামন মাছ
- সয়া সসের উপকারিতা
- সৌরজগতের গ্রহগুলোর চিত্রসহ বর্ণনা
- ঘূর্ণিঝড়ের নামের তালিকা
0