0
কে বলে তুমি ভাল নয়? তুমি অবশ্যই ভাল।তুমি যদি ভাল না হতে এত কিছু হত? তুমি ভাল বলেইতো গাছে ফুল ফোটে, মাছে চাঁদ ওঠে, নদী বয়ে যায়, পাখিরা গায়, বনলতাসেন’ বাঁশি বাজায়, নতুন নামে ডাকে নতুন নামের কোকিল যার আগে কোন নাম ছিলনা।শুধু একদিন তুমি ভাল ছিলেনা।সেটা গত পাঁচ বছর আগের মে মাসের শুক্রবার।
তাহলে সবাই তোমাকে খারাপ বলে কেন? তোমাকে খারাপ বলে কারন, তোমার চোখের নীচে একটু কাল দাগ আছে। তোমাকে এ দাগ মুছে ফেলতে হবে। এ দাগ মুছে ফেললেই দেখবে তোমার সব ভাল হয়ে গেছে। ‘আমার এ দাগ মোছার কোন দরকার নাই।’ তাহলে তুমি খারাপই রয়ে গেলে।
এবার বল তুমি খারাপ রয়ে যেতে চাইছ কেন? এ দাগ মুছে ফেললে আমি সুলতানার মাকে কি জবাব দেব? কারন, সুলতানার মা এ দাগ খুব পছন্দ করে। তাহলে- তুমি সুলতানার মা নিয়েই থাক!

0