তিন ঘন্টা ঘুমানোর পর জেগে উঠলেন করিম।উঠে দেখেন তার ফুলটি আর ফুল নেই। তিনি কি করবেন ভেবে পেলেননা।একজনকে জিজ্ঞেস করলেন ফুলটি কই? বললেন, ফুলটি একজন নিয়ে গেছে। তিনি তার খোঁজে বের হলেন কিন্তু কোথাও খুঁজে পেলেনা।শেষ পর্যন্ত একজন বললেন, তিনি জলে ডুব দিয়েছেন, তিনি জলে ডুব দিলেন কিন্তু তাকে খুঁজে পেলেনা।এলজন বলল, রামদাসের বাঘে নিয়ে গেছে। তিনি তার খোঁজে বের হলেন। কিন্তু কোথাও রামদাসের বাঘের দেখা নাই। শেষ পর্যন্ত রওয়ানা হলেন দুবলার চরের দিকে সেখানে নাকি মানুষ মানুষকে খেয়ে মেরে ফেলে।তিনি কোথাও কোন দুবলার চর খুঁজে পেলেননা।এখন তার নিতান্তই দুঃখ কষ্টে দিন কাটে। সে এখন ভাবে এমন কেন হল, অন্য কিছু হতে পারলনা, অন্য কিছু হলে তো তাকে এত দুঃখ কষ্ট সহ্য করতে হতনা! রাত বারটার সময় জেগে উঠে দেখে কে যেন তাকে ডাকছে, কিন্তু সে আর সে নেই সে এ ঘটনা লক্ষ্য করবে কি করে তার মনে যে অন্য রঙ খেলা করে। সে এখন শুধুই হা পিত্যেস্ করে দিন কাটায়, তার শুধু মনে হয় হা পিত্যেস্ ছাড়া দুনিয়াতে কিছু নেই। সে এখন ঈশ্বরের নতুন নাম দিয়ে দিয়েছে, ‘ হা পিত্যেস্’।
