1
কোনো এক সন্ধ্যা নামার পর
তোমাকে নিয়ে,
লেমপোষ্টের আলো ধরে
হেটে যাবো,
সেই ফুচকা মামার দোকানে।
তুমি আপ্লুত হয়ে যাবে,ফুচকা খেতে
অধীর আগ্রহে,বসবে আমার পাশে
ফুচকা মামার দোকানে,
সেই কাঙ্ক্ষিত,ফুচকা খেতে।
মুখে থাকবে তোমার, এক চিলতে হাসি
মনের সাথে মন মিশিয়ে, বলবো আমি
তোমায় ভালোবাসি!
অতঃপর,
তুমি ফুচকা খাবে,টক আর ঝাল
চোখ দুটি হবে লাল,
টলমল করবে পানি,
তারপরও মজা করে খাবে,জানি।
কোনো এক সন্ধ্যা নামার পর
রিকশায় চড়ে, হাতিরঝিলে
দু’জনে দিবো আড্ডা,
বাদাম হাতে কোনোএকদিন
বসবো দু’জন বাড্ডা।
কোনো এক সন্ধ্যা নামার পর
তোমাকে নিয়ে,
মিষ্টি প্রেমের কবিতা লিখবো আমি!
আরো পড়ুন-
- ওজন কমাতে মেথির উপকারিতা
- নারীর পোশাক কেমন হবে
- ইউটিউব কি?
- রাজা রামমোহন রায়ের জীবনী
- প্রোটিন এর কাজ কি
1