সারা বিশ্বের এবং বাংলাদেশ ক্রিকেট এর তথ্য জানতে দর্শকেরা প্রায়শই কিছু প্রশ্ন করে থাকেন। অনলাইনে অনেক ওয়েবসাইটে কুইজ প্রশ্নোত্তরের আয়োজনও থাকে। এই লেখাটির মাধ্যমে আপনাদেরকে দশটি প্রশ্নের উত্তর জানাবো। এই উত্তরগুলো আপনার ক্রিকেটিয় সাধারণ জ্ঞান বৃদ্ধি করবে।
ক্রিকেট খেলার আইন, ইতিহাস, উপকারিতা এগুলো নিয়ে না হয় অন্য কোনদিন লেখা যাবে। প্রশ্নের উত্তর দেয়ার ক্ষেত্রে প্রাপ্ত তথ্য বিচার-বিশ্লেষণ করে শতভাগ ঠিক তথ্য দেয়ার চেষ্টা করেছি। চলুন দেখে নেই বহুল জিজ্ঞাসিত প্রশ্নগুলোর উত্তর কি?
১০. একদিনের ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম ছয় উইকেট কে নিয়েছেন?
উত্তরঃ সম্ভবত মাশরাফি। ২০০৬ সালে তিনি কেনিয়ার সাথে ২৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন। এটিকেই বাংলাদেশী বোলারদের মাঝে একদিনের ক্রিকেটে তখন পর্যন্ত সেরা পারফরম্যান্স বলা যায়। পরবর্তীতে মোস্তাফিজ এবং রুবেল হোসেনও ৬ টি করে উইকেট নিয়েছেন।
টেস্ট ক্রিকেট তাইজুল ইসলাম একবার এক ইনিংসে আটটি উইকেট নিয়েছিলেন। প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। শাহাদাত হোসেন রাজিব যতই উশৃঙ্খল জীবনযাপন করেন বা, একটি ৬ মেরে উদযাপন করার মতো হাস্যকর আচরণ করেন না কেন, তিনিই প্রথম ওয়ানডেতে হ্যাট্রিক করেছিলেন।
৯. তিন ধরনের ক্রিকেট মিলিয়ে ১০ ০০০ রান সংগ্রহকারী প্রথম বাংলাদেশি কে?
উত্তরঃ প্রথম আলো পত্রিকায় কিছুদিন আগে শিরোনাম করেছিল, “তামিমের ১১ হাজার, সাকিবের ১০ হাজার”। সুতরাং, তারা দুজনেই ১০০০০+ রান করেছেন। যখন ১০০০০ রানের কথা বলছি তখন একজন সম্ভাবনাময় ক্রিকেটার শাহরিয়ার নাফিসের কথাটাও মনে পড়ছে। তিনি এক সময় দ্রুততম ১০০০ রান করেছিলেন।
অনেক কিছুই হতে পারতো। যেমনঃ সেই দ্রুততম রানের রেকর্ড ভেঙেছেন এনামুল হক(ভুল করে তার না আনামুল লেখা হয়) নামের আরেকজন ব্যাটসম্যান যিনি জাতীয় দলের বাইরে আছেন। নাসির এবং ইমরুলও যথেষ্ট সম্ভাবনা দেখিয়েছিলেন। যাইহোক ক্রিকেট শৃঙ্খলা এবং ধারাবাহিকতা রক্ষার খেলা।
৮. বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন কোন ব্যাটসম্যান?
উত্তরঃ Cricwindow নামের একটি ওয়েবসাইট জানাচ্ছে এই রেকর্ড এখন ক্রিস গেইলের দখলে। তিনি এ পর্যন্ত ৬ মেরেছেন ৪৯ টি। এরপরে আছেন এবি ডিভিলিয়ার্স, রিকি পন্টিং এবং ম্যাককুলাম। তারা ছক্কা মেরেছেন যথাক্রমে- ৩৭, ৩১, ২৯টি।
তাই, আপাতত গেইলের এই রেকর্ড ভাঙার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সর্বোচ্চ ২২ টি ৬ মেরেছেন Eoin Morgan. মোট ৪৯ টি ছয় মারার জন্য ক্রিস গেইলকে ম্যাচ খেলতে হয়েছে ৩৫টি। তিনি ২০০৩ সাল থেকে বিশ্বকাপ খেলছেন।
৭. টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র শতরানকারী ক্রিকেটার কে
উত্তরঃ ওমানের বিপক্ষে তামিম ইকবাল খান ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। ওমানকে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ মনে হলেও ঐ ম্যাচে তামিমের সেঞ্চুরি না থাকলে অঘটন ঘটতে পারতো। ডার্ক ওয়াথ লুইস পদ্ধতিতে ঐদিন বাংলাদেশ ৫৪ রানে জিতেছিল।
আন্তর্জাতিক টি টুয়েন্টিতে বাংলাদেশের পক্ষে আর কেউ সেঞ্চুরি করতে পারেননি। সেই হিসেবেও এই সেঞ্চুরিটি ছিল বিশেষ কিছু। ২০১৬ সালের সেই বিশ্বকাপেও এটি ছিল প্রথম এবং সব বিশ্বকাপ মিলিয়ে সপ্তম।
৬. ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান কোন দেশের?
উত্তরঃ ওয়ানডে ক্রিকেট এখন পর্যন্ত সর্বোচ্চ রানের রেকর্ড ইংল্যান্ডের দখলে। অস্ট্রেলিয়ার সাথে ২০১৮ সালের জুন মাসে নটিংহ্যামে অনুষ্ঠিত একটি ম্যাচে তারা এই রান করে। Cricwave এর দেয়া তথ্য অনুযায়ী ঐদিন তারা করেছিল মোট ৪৮১ রান।
ESPNCricinfo এর দেয়া তথ্যমতে, বাংলাদেশ ক্রিকেট দলও সর্বোচ্চ রান করেছে নটিংহ্যামে। ঐ ম্যাচটিও ছিল অস্ট্রেলিয়ার সাথে ২০১৯ সালে। ম্যাচটিতে ৩৩৩ রান করে আমাদের সোনার ছেলেরা হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে।
৫. টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট কার?
উত্তরঃ যিনি সবচেয়ে বেশী উইকেট নিয়েছেন তিনি একজন স্পিনার। বাংলাদেশের সাথে তার পারফরম্যান্স ভয়াবহ রকমের ভালো। অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার তার এই সাফল্য দেখে বলেছিলেন, বাংলাদেশের সাথে খেলে উইকেট পেয়েছে। তিনি হচ্ছেন মুত্তিয়া মুরালিধরণ।
শেন ওয়ার্নের এই মন্তব্যের কিছুদিন পরে অস্ট্রেলিয়া এসেছিল বাংলাদেশে। এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে শেন ওয়ার্ন ঐ সিরিজের প্রথম ম্যাচে কোন উইকেটই পান নি। তবে, পুরো ক্যারিয়ারে ৭০৮ উইকেট নিয়ে তিনি এখনো দুইয়ে আছেন।
৪. বাংলাদেশের সবচেয়ে বড় ছক্কা কার?
উত্তরঃ ২০১৯ সালের বিপিএল এ সবচেয়ে বড় ছয়টি মেরেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, দৈর্ঘ্য ছিল ১১৩ মিটার। বিশ্বাকাপেও তিনি সবচেয়ে বড় ছয় মেরেছিলেন, সেটি ছিল ৯৮ মিটার। ২০১৯ বিশ্বকাপে সাইফুদ্দিনের ছয়ের দৈর্ঘ্য ছিল ৯৭ মিটার।
আরেকটি ছয়ের কথা আপন্দের জানাতে চাই, সেটি একজন আফগান ক্রিকেটারের। তিনি ঘরোয়া ক্রিকেটে একটি ছয় মেরে বল গ্যালারির বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। শওকত আলী নামের এই ক্রিকেটার ছয় মারার পরে যখন বল খুঁজে পাওয়া গেল তখন মেপে দেখা গিয়েছিল সেটি ২০৩ মিটার।
৩. কোন খেলোয়ার টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন?
উত্তরঃ একজন ভারতীয় ক্রিকেটার, তার নাম শচীন রমেশ তেন্ডুলকার। তিনি মোট ৫১ টি সেঞ্চুরি করেছেন। এরপরেই আছেন জ্যাক ক্যালিস, রিকি পন্টিং এবং কুমার সাঙ্গাকারা। তাদের সেঞ্চুরি সংখ্যা যথাক্রমে- ৪৫, ৪১ এবং ৩৮ টি।
বাংলাদেশের পক্ষে ৯টি এবং ১০ টি সেঞ্চুরি করেছেন যথাক্রমে তামিম ইকবাল এবং মুমিনুল হক। তামিম, সাকিব এবং মুশফিকের রয়েছে ডাবল সেঞ্চুরিও। মোহাম্মদ আশরাফুল করেছিলেন ৬টি সেঞ্চুরি।
২. ওয়ানডে ক্রিকেটে সর্বনিম্ন স্কোর কোন দেশের?
উত্তরঃ এক সময় সবচেয়ে কম রানের রেকর্ড ছিল কানাডার, তারা আউট হয়েছিল ৩৬ রানে। পরবর্তীতে ২০০৪ সালে শ্রীলংকার বিপক্ষে ৩৫ রানে অলআউট হয়ে লজ্জাজনক এই রেকর্ডটি নিজেদের করে নেয় জিম্বাবুয়ে।
২০১১ এবং ২০১৪ সালে বাংলাদেশও লজ্জাজনকভাবে হেরেছে। ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের স্কোর ছিল ৫৮। ভারতের বিপক্ষে লো স্কোরিং ম্যাচে ভারতের দ্বিতীয় সারির দল দেখে সবাই ভাবছিল বাংলাদেশ হেসেখেলে জিতে যাবে। টাইগাররা সেদিনও আউট হয়েছিল ৫৮ রানে।
১. বাংলাদেশের কোন খেলোয়াড়ের টেস্টে রানের গড় বর্তমানে সবচাইতে বেশি?
উত্তরঃ মুমিনুলের গড় একসময় ব্রাডম্যানের কাছাকাছি ছিম, কম ম্যাচ খেলার কারণেই সম্ভবত। তবে, এখনো তার গড় বাংলাদেশী ব্যাটসম্যানদের মাঝে সবচেয়ে বেশী- ৪১.১৮। অন্যদিকে সাকিব, তামিম এবং মুশফিকের গড় যথাক্রমে- ৩৯.৬৯, ৩৮.২০ এবং ৩৬.৫৮।
আলোচিত ক্রিকেটার নাসিরের গড় ৩৪.৮০, আশা জাগানীয়াই বটে। সৌম্য সরকার এবং লিটন দাস এই দুজনেরই রানের গড় কিন্তু শাহরিয়ার নাফিসের চেয়ে বেশী, ইমরুলের চেয়ে বেশী তো বটেই। আশরাফুলের গড় হতাশাজনক, মাত্র ২৪।
কৃতজ্ঞতা স্বীকারঃ বিভিন্ন বিখ্যাত ওয়েবসাইট যেমনঃ espncricinfo, prothomalo, cricwave, cricwindow ইত্যাদি। যে ছবিটি ফিচার্ড ছবি হিসেবে ব্যবহার করা হয়েছে সেটি Creative Commons Attribution-Share Alike 3.0 Unported এর আওতায় লাইসেন্সকৃত। উইকিমিডিয়া কমন্সে ছবিটি আপলোড করেছেন লিমন২০১০।