মিশরের ক্লিওপেট্রা দেখতে কেমন ছিলেন? মিশরের ক্লিওপেট্রা দেখতে অনেক সুন্দর ছিলেন ।
তাকে ভালবেসেছিল অ্যান্টনি,তাকে ভালবেসেছিল সিজার, তাকে ভালবেসেছিল পম্পেই।তারা কেউ তাকে পায়নি। আমি যদি পেতাম তাহলে কি করতাম? নিশ্চয়ই নীল আকাশে উড়াল দিতাম। সে নীল আকাশ’ কোথায় আমাকে বল, আজই আমি সে নীল আকাশ দেখতে যাব।
তাকে ভালবেসে কেউ কি মরেছিল? না কেউ মরেনি। তাইতো তারা তাকে পায়নি। আমি মরব দেখব তাকে পাই কিনা।
সে যে মোর স্বপ্নে, সে যে মোর খেলায়, সে যে মোর নাচে সবসময় আসে, আমি কেমন করে তাকে ভুলে থাকব?
কঙ্কাকবতী লতা তুমি যেখানেই থাক অতি দ্রুত তার কাছে যাও, তার হাতে পায়ে শিকল পরাও, হাতে পায়ে শিকল পরিয়ে ধরে নিয়ে আস আমার কাছে আমি যেন প্রাণ ভরে তাকে দেখতে পারি।
সে যে মোর সখা, সে যে মোর পরীঃ তাকে ছাড়া কি আমি একটি মুহূর্তও থাকতে পারি?
তাইতো তাকে চাই, বারে বার’ চাই
তাকে ছাড়া এ জীবনে কিছু থাকতে নাই।
সে যদি থাকত একদিন হয়ে মোর শ্বেতবাস
আমি বলতাম এ আমার হাজার বছররের শত উল্লাস।