ক্লিওপেট্রা নামের মেয়েটি।

play icon Listen to this article
0

মিশরের ক্লিওপেট্রা দেখতে কেমন ছিলেন? মিশরের ক্লিওপেট্রা দেখতে  অনেক সুন্দর ছিলেন ।

তাকে ভালবেসেছিল   অ্যান্টনি,তাকে ভালবেসেছিল সিজার, তাকে ভালবেসেছিল পম্পেই।তারা কেউ তাকে পায়নি। আমি যদি পেতাম তাহলে কি করতাম? নিশ্চয়ই নীল আকাশে উড়াল দিতাম। সে নীল আকাশ’ কোথায় আমাকে বল, আজই আমি সে নীল আকাশ দেখতে যাব।

তাকে ভালবেসে কেউ কি মরেছিল? না কেউ মরেনি। তাইতো  তারা তাকে পায়নি। আমি মরব দেখব তাকে পাই কিনা।

সে যে মোর স্বপ্নে, সে যে মোর খেলায়, সে যে মোর নাচে সবসময় আসে, আমি কেমন করে তাকে ভুলে থাকব?

কঙ্কাকবতী লতা তুমি যেখানেই থাক অতি দ্রুত তার কাছে যাও, তার হাতে পায়ে শিকল পরাও, হাতে পায়ে  শিকল পরিয়ে ধরে নিয়ে আস আমার কাছে আমি যেন প্রাণ ভরে তাকে দেখতে পারি।

সে যে মোর সখা, সে যে মোর পরীঃ তাকে ছাড়া কি আমি একটি মুহূর্তও থাকতে পারি?

 

তাইতো তাকে চাই, বারে বার’ চাই

তাকে ছাড়া এ জীবনে কিছু থাকতে  নাই।

 

সে যদি থাকত একদিন হয়ে মোর শ্বেতবাস

আমি বলতাম এ আমার হাজার বছররের শত উল্লাস।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মো আরিফ হোসেন সর্দার

Author: মো আরিফ হোসেন সর্দার

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

চোরাবালি

দিন মাস বছর জীবন জুড়ে শতাব্দী নাম নেই! কতো বড়াই –করছো মানব ভাবছো তুমি সেই। খুব সহজেই—-হারিয়ে যায় কতো রঙিন

অন্তিম যাত্রা

ধূসর ধরায় মানব মাঝে কেবল দুলকি খেলা, চিরকর্মার অসীম কৃপায় নিত্য কাটে বেলা। স্বপ্নের ঘোরে জগত মাঝে আছো দেখো ভেবে

ভাগ্যের চাঁদ ফিকে

অসাড় জাতি ভাগ্যের জোরে নির্ভর করে চলে, বলছে জাতি লিখন আছে পাবো সময় হলে। এমন জাতি আঁধার ঘুচে আলোর দেখা

Leave a Reply