চার বছরের খুকী ঘুমায়
মা’র গল্প শুনে–
ঘুমিয়ে পড়ে, স্বপ্ন দেখে
বাবাকে পড়ে মনে।
মাথার উপর মাঝ দেয়ালে
টাঙ্গানো বাবার ছবি
মা বলেন- ‘সে মস্ত মানুষ
তা-র মতন হবি?’
কোথায় আছে বাবা আমার
বলোনা একটি বার–
এনে দিলে তোমায় দেব
পুরো –পুতুলের সংসার।
খেলনা, জামা, গাড়ী, জুতো
সব নিয়ে যাও তুমি,
যেতে দিলে এক্ষুনি যাই
বাবার কাছে আমি।
চাই না চুড়ি, রঙিন ফুলে
যাবো না ঘরের বার,
একটি বার রাখ কেবল,
আমার এ আবদার।
সাথীর বাবা ব্যবসা করে
মস্ত বড় লোক,
বাবা আমার ফ্রেমে বাধা
কেমন মলিন মুখ!
আনু কেবল বিদেশ ঘোরে
ক-ত ছবি তোলে–
বাবার কাঁধে সফর করে
শীতের ছুটি এলে।
আমার ছুটি টিভি দেখে
মোবাইল গেমে কাটে,
মায়ের কোন নেই অবসর
ঘরে বাইরে ছুটে।
ছবির বাবা ভাল্লাগেনা
কেনই বা গেছে ফেলে?
আসলে পরে বলব তারে
কোথায় লুকিয়ে ছিলে?
ঘুমিয়ে রাতে স্বপ্নে দেখি
আমি বাবার কোলে–
জড়িয়ে গলা ঘুরে বেড়াই
ফিরি সন্ধ্যা হলে।
আমি যদি স্কুলে যাই
আর না তোমার সাথে–
শর্ত শুধু বাবা যাবে
ধরবে আমার হাতে।
মাঝে মাঝে আনমনা মা
যাই না তখন কাছে–
উদাস চোখে বাইরে দেখে
আঁচলে চোখ মুছে।
কি হয়েছে চুপ কেন গো
করেছ অভিমান?
বলবনা আর বাবার কথা
এই ধরেছি কান !
খুঁজবনা আর ছবির মানুষ
ভাববনা এসব আর
নামিয়ে ফেল ফ্রেমটা এবার
থাকব নির্বিকার।
বলব না আর বাবার কথা
খাবোনা তোমার হাতে–
তোমার সাথে অনেক হোল
এবার ঘুমাই বাবার সাথে।
খুকী দেখে চাঁদের পানে
ধূসর মেঘের কোলে–
হারিয়ে যাওয়া বাবার খুঁজে
বালিশ ভিজে জলে।
আরো পড়ুন-
- আমেরিকা সম্পর্কে জানা-অজানা তথ্য
- শুনুন ১০ টি আদিবাসী গান
- নেপালের ইতিহাস ও অন্যান্য
- অন্য প্রকাশ ঠিকানা
- শুকনো আদার উপকারিতা

খুব ভালো লিখেছেন প্রিয় কবি