0
বড় শব্দ করে হাসতো খোকা, তার হাসিতে অট্টহাসিতে ভরে উঠত ঘরবাড়ি। সে একদিন আদর করে বলেছিল, যা কিছু করিস চিন্তা করে করিস, আসলেতো চিন্তা করতে হয়।খোকার অনেক নাম ছিল, সবচেয়ে সুন্দর নাম ‘খোকা তুই এদিকে আয়’ সে নামেই ডাকতো সবাই। খোকা একদিন পানিতে পড়ে আর উঠতে পারেনা, আমি হাত ধরে টেনে উঠিয়েছিলাম, কি পরিমাণ যে খুশি হয়েছিল দেখিতিস যদি। খোকা আর যাই করত কাউকে গাল মন্তব্য করতনা, তার কেমন জানি গায়ে লাগত।
আজ খোকার জন্মদিন আমি কি পাঠাব?পাঠাব খইমুড়ি? তাওতো নিরস্! পাঠাব কি রসগোল্লা, মিষ্টি দই? যাক একটু শান্তি পাক। খোকা আমার যেন এখনো নাম ধরে ডাকে ‘ আয় আয় তুই এইদিকে আয়’।

0