0
আমি এখানে কবিতা লিখি। এছাড়া আমার একটি গদ্য কবিতার বই প্রকাশ পেয়েছে, নাম ‘ কনকচাঁপা দোদুল দোল ‘। বইটিতে মোট একশটির মত কবিতা রয়েছে।বইটিতে আমার কবি নাম মোঃ আরিফ হোসেন সর্দার। যারা আগ্রহী তারা রকমারি ডট কম অথবা সাহানা প্রকাশনীর লাইব্রেরি, নীলক্ষেত, ঢাকা অথবা সুলতানা লাইব্রেরি, নীলক্ষেত, ঢাকা অথবা জাহানারা বুক হাউজ, লিয়াকতআলী এভিনিউ,, বাংলাবাজার, সদরঘাট, ঢাকা থেকে বইটি সংগ্রহ করতে পারেন।এছাড়া আমাকে ব্যক্তিগতভাবে মেইল করেও বইটি পেতে পারেন।আমার ইমেইল এড্রেস arif08273@gmail.com।যখন ইচ্ছা তখন মেইল করুন।এছাড়া আমার ফেসবুক আইডি- A s m ( আরিফ হাসান), ওখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন।

0