গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল

0

আমার গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। বইটিতে মোট আশিটির মত কবিতা রয়েছে। বইটি পাবেন রকমারি ডট কমে, এছাড়া  সাহানা প্রকাশনীর লাইব্রেরি নীলক্ষেত ঢাকা, সুলতানা লাইব্রেরি, নীলক্ষেত, ঢাকা, জাহানারা বুক হাউজ, লিয়াকত আলী এভিনিউ,  বাংলা বাজার, সদরঘাট, ঢাকা। এছাড়া আমার ব্যক্তিগত ইমেইল এড্রেস arif08273@gmail.com এ আমাকে মেইল করেও বইটি পেতে পারেন। এছাড়া আমার ফেসবুক আইডি A s m ( আরিফ হাসান)  এ গিয়েও আমার কবিতা পড়তে পারেন।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ত্রিশ লক্ষ প্রাণ

তিন অক্ষরে বিজয় যেন প্রায় ত্রিশ লক্ষ প্রাণ, জীবন দিলো বিজয় পেতে রেখো তাদের মান। আগমনীর বার্তা থাকুক পাঠ্য বইয়ের

মায়ের ছেলে

অত্যাচারীর শোষণ থেকে ফিরে পেতে বাক, সবাই মিলে দেশ স্বাধীনের দেয় বিজয়ের ডাক মায়ের ছেলে মুক্তিসেনা অস্ত্র নিলো হাতে, বিজয়

শব্দের শক্তি

শব্দের শক্তি যেমন ভাবে ভেঙ্গে দিতে পারে তেমন করে গড়তে পারো শব্দের শক্তি ভারে। দেখলে ওঁরাই ধরবে টেনে হতাশ করে

গদ্য কবিতার বই ‘কনকচাঁপা দোদুল দোল ‘

আমার একটি গদ্য কবিতার বই প্রকাশ পেয়েছে 'কনকচাঁপা দোদুল দোল'। বইটিতে মোট আশিটি কবিতা রয়েছে। বইটিতে আমার কবি নাম মোঃ

Leave a Reply