0
আমার একটি গদ্য কবিতার বই প্রকাশ পেয়েছে। নাম-কনকচাঁপা দোদুল দোল। বইটিতে মোট আশিটি কবিতা রয়েছে। বইটি পাবেন রকমারি ডট কমে। এছাড়া সাহানা প্রকাশনীর লাইব্রেরি, নীলক্ষেত ঢাকা, জাহানারা বুক হাউজ, বাংলাবাজার, সদরঘাট ঢাকা বইটি পাবেন। আমাকে ব্যক্তিগতভাবেও ইমেইল করতে পারেন। ইমেইল এড্রেস- arif08273@gmail.com. আমার ফেসবুক প্রোফাইল- মোঃ আরিফ হোসেন এ গিয়েও আমার কবিতা পড়তে পারেন। ধন্যবাদ।

0
খুব সুন্দর
আচ্ছা একটা কথা বলি, এখানে প্রোফাইলে ছবি আপলোড করা যায় কিভাবে? দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছি কিন্তু ছবি আপলোড হচ্ছেনা।এছাড়া কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হলে কার বরাবর আবেদন করতে হবে। অর্থাৎ To কার বরাবর লিখতে হবে?
প্লিজ উত্তরটা দিলেননা।
ধন্যবাদ। ভাল থাকুন।