0
আমার একটি গদ্য কবিতার বই প্রকাশ পেয়েছে ‘কনকচাঁপা দোদুল দোল’। বইটিতে মোট আশিটি কবিতা রয়েছে। বইটিতে আমার কবি নাম মোঃ আরিফ হোসেন সর্দার। বইটি রকমারি ডট কমে পাবেন। এছাড়া শাহানা প্রকাশনীর লাইব্রেরি, নীলক্ষেত, ঢাকা, সুলতানা লাইব্রেরি, নীলক্ষেত ঢাকা, জাহানারা বুক হাউজ, লিয়াকত আলী এভিনিউ, বাংলাবাজার, সদরঘাট, ঢাকা বইটি পাবেন। এছাড়া আমার ব্যক্তিগত ইমেইল এড্রেস arif08273@gmail.com এ মেইল করেও বইটি পেতে পারেন। যখন খুশি তখন মেইল করুন।এছাড়া আমার ফেসবুক আইডি A s m ( আরিফ হাসান) -এ গিয়েও আমার কবিতা পড়তে পারেন।
0