0
যার কথা না বললেই নয় তার নাম গোলাপ।
সে আমাকে নিয়মিত ভালবাসে, নিয়মিত ফুল দিয়ে যায়।
একদিন বলল, ফুল না দিলে কি তোমার মরণ হবে?
আমি বললাম, হ্যাঁ মরণ হবে।
পরের দিন সে আমাকে সবচেয়ে সুন্দর ফুলটি দিল।
এখন আমাদের ভালবাসা অনেক গভীর।
এই ভালবাসার জন্যই কি আমরা অপেক্ষা করেছি?
হ্যাঁ, গভীর ভালবাসার জন্যই আমরা অপেক্ষা করেছি।
তাইতো আমাদের ভালবাসা গভীর।
এই গভীর ভালবাসা যদি চিরদিন এমনি করে গভীর থাকত!

0