গল্প ভালোবাসা ভালোবাসা আফছানা খানম অথৈ

0

গল্প
ভালোবাসা ভালোবাসা
আফছানা খানম অথৈ

রুমা অনার্স ফাইনাল ইয়ারে পড়ে।ছোট বেলায় মা মারা যান।তারপর বাবাই তার সব কিছু।বাবা আলম চৌধুরী বড় ব্যবসায়ী ।তিনি দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন সব সময়।মেয়ের দেখভাল ঠিকমতো করতে পারেন না।রুমার দেখভাল কাজের লোকেরা করে থাকে।বাবা যখন বাসায় ফিরেন রুমা তখন ঘুমিয়ে যান।।
তাই বাবা মেয়ের মাঝে তেমন একটা দেখা হয় না।কি বিচিত্র এই দুনিয়া!কেউ দৌড়ায় টাকার পিছে, কেউ ভালোবাসার পিছে।
বাবার প্রতি রুমার প্রচণ্ড রাগ হয়।মায়ের ভালোবাসা কি তা বুঝে উঠার পূর্বে তিনি পরপারে চলে গেলেন।কিন্তু তাই বলে কি বাবা একটু ও মেয়েকে সময় দিতে পারেন না।শুধু টাকা আর টাকা।
টাকা কি মানুষের জীবনে সব! না টাকার বাইরে ও অন্য কিছু আছে।
রুমা একাএকা খুব বোর ফিল করছে। অভিমান ভরা মনে গাড়ি চালিয়ে কলেজে রওয়ানা করলো।কিছুদূর রানিং’র পর এক সুদর্শন যুবক তার গাড়ির সঙ্গে এক্সিডেন্ট করলো। সে তাকে হাসপাতালে নিয়ে গেল।প্রচুর রক্তক্ষণ হলো। ডাক্তার দ্রুত রক্ত যোগাড় করার জন্য তাকে বলল।ভাগ্যিস তার গ্রুপের সাথে মিলে গেল। সে তাকে রক্ত দিলো। আল্লাহ পাক তাকে সারিয়ে তুলল। রুমা হাসপাতালের বিল পরিশোধ করে বাসায় ফিরে গেল।ছেলেটির নাম রানা,তার জ্ঞান ফিরার পর সে ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করলো,

স্যার আমি এখানে এলাম কি করে?
কি আশ্চার্য আপনার কিছুই মনে নেই?
জ্বী না।
তারপর ডাক্তার বলল,
আপনি এক্সিডেন্ট করেছেন।
তা বুঝলাম, কিন্তু আমাকে এখানে নিয়ে এলো কে?
আপনার কাজিন রুমা, তার শরীরের রক্ত দিয়ে সে আপনাকে বাঁচিয়েছে।শুধু তাই নয়, বিল ও পরিশোধ করেছে।
সে আপনার জন্য অনেক কষ্ট করেছে।আপনি খুব ভাগ্যমান।এমন একটা কাজিনকে বেষ্ট ফ্রেন্ড হিসেবে পেয়েছেন।
সে এখন কোথায়?
ওয়েট রুমে। যান তাড়াতাড়ি।
রানার কোন কাজিন নেই। সে ঢাকা শহরে একা থাকে। কিন্তু এ কাজিন এলো কোত্থেকে? সে এসব ভাবতে ভাবতে ওয়েট রুমের দিকে গেল।
কিন্তু সে কি! রুমা নেই।রানা এদিক সেদিক তাকাল, কোথাও রুমাকে পেল না।তারপর ছুটে গেল ব্লাড কক্ষে। ম্যানেজারের কাছ থেকে কোন রকমে তার নাম ও মোবাইল নাম্বারটা সংগ্রহ করলো।
তারপর কল দিলো। অপর প্রান্ত থেকে আওয়াজ আসল।এখন সংযোগ দেয়া সম্ভব না একটু পরে ডায়াল করুন।রানা কিন্তু থেমে নেই কল দিয়ে চলেছে।বারবার একই উত্তর, মানে ফোন বন্ধ।
এদিকে রুমা রানার দেখভাল করতে গিয়ে খুব ক্লান্ত হয়ে পড়লো।
তাই মুঠোফোন চার্জে দিয়ে শুয়ে পড়েছে।বার বার ছেলেটার কথা কেন জানি মনে পড়ছে।কিছুতেই তার স্মৃতিটা হৃদয়ের আঙ্গিনা থেকে সরাতে পারছে না। তার প্রতিচ্ছবি চোখের সামনে ভেসে উঠছে।তবুও ক্লান্ত দেহটি বিছানায় এলিয়ে দিতে দু’চোখের পাতা এক হয়ে গেল।রানার কিন্তু ঘুম আসছে না কাজিনের সঙ্গে কথা বলার জন্য মন প্রাণ ব্যকুল।ফোন দেবে দেবে ভাবতে ভাবতে কখন যে দু’চোখের পাতা এক হয়ে গেল।

মুয়াজ্জিনের কণ্ঠে ফজরের আজান ধ্বনি বেজে উঠল।রানা ধড়ফড় করে উঠে নামাজ পড়তে গেল মসজিদে। নামাজ শেষে কাজিনের কথা মনে পড়তেই মুঠোফোন হাতে নিয়ে কল দিলো।ফোন বাজছে রুমা এখন ও ঘুমিয়ে। বার বার কয়েক বার বাজনার পর সে আড়মোড় খেয়ে বসে পড়লো।তারপর রিসিভ করে সালাম দিয়ে বলে উঠল,
হ্যালো কে আপনি?এই সাজ সকালে?
রানা চুপ কথা বলছে না। রুমার রাগ উঠে গেল।সে ধমকের স্বরে বলে,
কথা বলছেন না যে, কে আপনি?
রানা সাহসের সহিত নম্র স্বরে উত্তর দিলো,
ইয়ে মানে আমি রানা, যাকে আপনি হাসপাতালে এনেছেন।
তার মুখের কথা কেড়ে নিয়ে রুমা বলল,
ব্যস ব্যস আর বলতে হবে না। তো আপনার শরীর এখন কেমন?
আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহ পাকের অশেষ রহমতে আপনার উছিলায় আমি সম্পূর্ণ সুস্থ।
যাক টেনশন মুক্ত হলাম। আপনি কি করেন?
লেখাপড়া,মাস্টার্স ফাইনাল ইয়ার।
থ্যাংকস।
আপনি?
দু’জনের একই অবস্থা। মানে আমি ও অনার্স ফাইনাল ইয়ারে।
দু’জনার আলাপ পরিচয় হলো।তারপর দু’জনে কথার ঝাপি খুলে বসলো।কথা যেন শেষ হচ্ছেন না। একেবারে ব্যাটারী লো করে তবে অফ।এভাবে পার হলো সপ্তাহ খানেক।আর ফোনালাপন ভালো লাগছে না।দু’জনের দেখা করা আবশ্যক।দেখা করার সময় বিকেল তিনটা, স্থান রমনা পার্ক।বরাবর তিনটা এক মিনিট ও এদিক ওদিক হলো না।ফোনালাপনের মাধ্যমে একে অপরের সাথে সাক্ষাত হলো।দু’জন পার্কের বেঞ্চিতে পাশাপাশি বসে পড়লো।একে অপরকে ভালোভাবে দেখে নিলো।তারপর মজার গল্পে মেতে উঠল।
দু’জনার মাঝে ভালোবাসাবাসি হয়ে গেল।একে অপরের হাতে হাত রেখে বাঁচা মরার শফথ করলো।এরপর থেকে দু’জনার নিয়মিত দেখা সাক্ষাত হয়।
রাত জেগে জেগে ফোনে প্রাণ খুলে মনের কথা বলা।সুখ দুঃখের শেয়ার করা।দু’জন দু’জনার মনের একেবারে গভীরে চলে গেলেন।
এক পলক না দেখে কেউ কাউকে থাকতে পারে না।কারো ফোন কোন কারণে বন্ধ থাকলে দু’জনার রাগ উঠে যায়।খুব গভীরে চলে গেল তাদের ভালোবাসা।
রুমার বাবা আলম চৌধুরী ব্যবসার কাজে দেশের বাইরে যাবেন।মেয়ের দেখভাল ঠিকমতো করার জন্য কাজের লোকদের প্রতি হুশিয়ারী সংকেত দিলেন।।
ঠিক সেই মহুর্তে রুমা বাবার সামনে দাঁড়িয়ে কান্না ভেজা কণ্ঠে বলে,
বাবা টাকাই কি মানুষের জীবনে সব!
কেনো মামনি কি হয়েছে?
কি হয়নি বল!তুমি কাজের লোকদের আমার দেখভাল করতে বললে তাই না বাবা?
এটা বিধি কোন বিধানে লিখেছেন।বাবা মায়ের আদর যত্ন, ভালোবাসা, কাজের লোক পূরণ করতে পারে?
মা মনি কে বলেছে তা?
একটু আগে তুমি তো কাজের লোকদের বললে।
বোকা মেয়ে আমি বললাম কি, আরও তুমি বুঝলে কি? আমার আদর স্নেহ ভালোবাসা সব তোমার জন্য।তাছাড়া এই গাড়ি বাড়ি অট্টালিকা টাকা পয়সা সব তোমার।
তোমার সুখের কথা চিন্তা করে তো এত কিছু করছি।
বাবা আমি এত কিছু চায় না। চায় শুধু বাবার ভালোবাসা।
ঠিক আছে মা মনি আর ভুল হবে না।আজকের পর থেকে তোমার দেখভাল সবার আগে, এবার খুশিতো?
ঠিকঠিক মনে থাকে যেন?
ওকে, ভালো থেকো।
মাঝে কিছু সময় পার হলো। দু’জনের ফাইনাল পরীক্ষা শেষ হলো।ফ্রি সময় কাটাতে দু’জন বিভিন্ন জায়গায় ঘুরা ঘুরি করে।
হাসি আনন্দের মাঝে কাটতে লাগল তাদের দিনগুলো।রুমা খুব হ্যাপি রানার মতো একজন বয়ফ্রেন্ড পেয়ে।তাদের রেজাল্ট বের হলো। দু’জন ফাস্ট ক্লাস পেল।একে অপরকে সেলিব্রেট করার জন্য গেল।বাবা আলম চৌধুরী অফিস থেকে ফেরার পথে দৃশ্যটি চোখে পড়লো।তিনি গাড়ি ব্রেক করে ভালো করে দেখে নিলেন।মেয়েটি কি তার, না অন্য কেউ?
না ঠিকঠিক আলম চৌধুরীর কন্যা রুমা, তার প্রিয়জনের হাত ধরে হাটাহাটি করছে।
আলম চৌধুরী ভাবেন আর দেরী করা যাবে না। তাড়াতাড়ি বিয়ে দিতে হবে।
ছোট বেলায় রুমার বিয়ে ঠিক হয়ে আছে তার বাবার বন্ধুর ছেলে শিফনের সঙ্গে।সে আমেরিকাতে উচ্চতর ডিগ্রী নিয়েছে এবং সেখানে সেটেল।টাকা পয়সা গাড়ি বাড়ি কোন দিকে কমতি নেই।তাই আলম চৌধুরী দেরী না করে শিফনের সঙ্গে ফোনে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করলেন।শিফন বাংলাদেশে ফিরতে সময় লাগবে, তাই এক সপ্তাহ পর বিয়ে।
খবরটা রুমার কানে যেতে সে রানাকে দ্রুত কল করলো।কিন্তু ফোন বন্ধ,বার বার চেষ্টা করলো। কোন রকমে কল সার্ভিস হচ্ছেন না।কি আর করা বাধ্য হয়ে ছুটে গেল তার বাসায়। এখানে ও রানা নেই। তবে কোথায়?
রুমমেট দোলনকে তার কথা জিজ্ঞেস করতে সে বলল,
আপু গ্রাম থেকে জরুরী খবর এসেছে। তার মায়ের সিরিয়াস অসুখ।তাই আপনাকে কিছু বলে যেতে পারেনি।আপু টেনশন করবেন না।তার মা সুস্থ হলে সে ঠিক চলে আসবে।
এতক্ষণ পর রুমার মুখ ফোটে একটা কথা বের হল,
তা বুঝলাম,কিন্তু তার ফোন বন্ধ কেনো?
সেখানে এখন ও নেটওয়ার্ক সার্ভিস হয়নি।
ঠিক আছে রানা আসলে আরলি আমার সাথে দেখা করতে বলবেন।
ওকে বলবো।
বাসায় ফিরে রুমা মনমরা হয়ে শুয়ে আছে।বাবা আস্তে করে তার রুমে ঢুকল।তারপর কোমল কণ্ঠে জিজ্ঞেস করলো,
রুমা মা মনি এ অবেলায় শুয়ে আছ যে, শরীর খারাপ?
জ্বী না বাবা আমি ভালো আছি।
কিভাবে রুমাকে বিয়ের খবরটা বলবে তাই নিয়ে চিন্তা ভাবনা…।
মেয়ে যদি কিছু একটা করে বসে। তাই ভেবেচিন্তে কোমল কণ্ঠে বলল,
রুমা মা মনি আমার ভুল হয়ে গেছে। তোমাকে না জানিয়ে আমার বন্ধুর ছেলে শিফনের সঙ্গে তোমার বিয়ের দিন তারিখ ঠিক করেছি।
কথাটা শুনা মাত্রই তার মাথায় সপ্ত আকাশ ভেঙ্গে পড়লো।সে জোরালো কণ্ঠে বলল,
প্লিজ বাবা ওদেরকে না করে দাও। আমি এখন বিয়ে করব না।
কেনো মা মনি? কোন সমস্যা?
বাবা আমি মাস্টার্স কমপ্লিট করে তবে বিয়ে করব। তাছাড়া আমি….।
বল মা মনি থামলে কেনো, আমি কি,
ইয়ে মানে বাবা আমি একজনকে ভালোবাসি। তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়।
ঠিক আছে তাকে এক্ষণি ফোন কর।

বাবার আদেশ শিরেধার্য। তাই আর দেরী না করে রুমা ফোন দিলো।কিন্তু দুর্ভাগ্য এখনও তার ফোন বন্ধ।রুমা চুপচাপ।বাবা জানতে চাইল,
কিরে মা চুপচাপ যে,সে ফোন ধরছে না।
জ্বী না মানে বাবা তার ফোন বন্ধ।
আমার মনে হয় তোমাকে ছেড়ে সে পালিয়েছে। তাই ফোন বন্ধ করে রেখেছে। এটা আসল ভালোবাসা নয়, নকল ভালোবাসা। এরা টাকার জন্য বড় লোকের মেয়েদের সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করে।
জ্বী না বাবা রানা এরকম ছেলে না। সে খুব ভালো।
তাহলে ফোন বন্ধ রেখেছে কেনো?
বাবা ওখানে নেটওয়ার্ক সমস্যা।তাছাড়া ওর মা খুব অসুস্থ।
বাবা আলম চৌধুরীকে কিছুতে বুঝাতে পারলো না রুমা। রানা সৎ স্বভাবের একজন ব্রিলিয়ান্ট ছাত্র।তার কড়া নির্দেশ ওকে ভুলে যেতে হবে এবং তার পছন্দ করা পাত্রকে বিয়ে করতে হবে।কারণ এসব ফালতু ভালোবাসার গ্যারান্টি নেই।রুমা কিন্তু থেমে নেই কড়া ভাষায় বলল,
বাবা তুমি যাই বলো না কেনো,রানা ছাড়া অন্য কাউকে আমি বিয়ে করতে পারবো না।কারণ আমি ওকে অনেক অনেক ভালোবাসি।
বাবা ভেবে দেখলেন কড়া ভাষা বললে ভালোর চেয়ে মন্দ হবে বেশী।তাই আবেগ মাখা কণ্ঠে বলতে শুরু করলো।
মা মনি তোমার ছোট বেলার একটা গল্প শুন,তারপর তোমার সিদ্ধান্তই চুডান্ত হবে।
ঠিক আছে বল বাবা।
তোমার বয়স যখন তিন বছর তখন তোমার মা গাড়ি এক্সিডেন্টে মারা যায়।তোমাকে নিয়ে আমি খুব ব্যস্ত থাকতাম।
অনেক সময় অফিস টাইম ও মিস করতাম। ব্যবসার কাজে তেমন একটা মন দিতে পারতাম না। শুধু তোমাকে নিয়ে ব্যস্ত থাকতাম।
খুব টেনশন ফিল করতাম। আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সবাই আমাকে তোমার দেখভাল করার জন্য আবার বিয়ে করতে বলল।আমি ভাবলাম সৎ মা কখনো মেয়েকে ভালো চোখে দেখবে না। কারণ সৎ মায়ের অনেক জঘন্য ঘটনা প্রায় চোখে পড়ে।তাই নিজের সুখকে বিসর্জন দিয়ে নিঃসঙ্গ জীবন কাটার সিদ্ধান্ত নিলাম।তুমি আস্তে আস্তে বড় হতে লাগলে।
আমি কাজে মনোযোগ দিলাম।আর এখন তোমার অভিযোগ ঠিকমতো দেখভাল করি না।মা মনি তুমি জান না তোমার বাবা তোমাকে কতটা ভালোবাসে।আমি যখন রাতে অফিস থেকে ফিরি, তখন তুমি ঘুমিয়ে থাক,এতরাতে ঘুম ভাঙ্গানো ঠিক হবে না।তাই তোমাকে ডিস্টার্ব দিনা। সকাল বেলা ও অনুরুপ একই অবস্থা।এত ভালোবাসা ও দেখভাল করার পরও তোমার অভিযোগ।
কি নিষ্ঠুর এই দুনিয়া! মা মনি তোমার যা ইচ্ছা তাই কর। আমি অযোগ্য পিতা আর কি বলব।
বাবার করুণ কাহিনী শুনে মেয়ের মন মোমের মতো নরম হয়ে গেল।বাবাকে জড়িয়ে ধরে ডুকরিয়ে কেঁদে উঠে বলে,
বাবা না জেনে তোমাকে অনেক দুঃখ দিয়েছি,আমাকে ক্ষমা করে দাও।লক্ষি বাবা আমার তুমি অনেক ভালো।আমি তোমার পছন্দ করা পাত্রকে বিয়ে করব।
সত্যি?
জ্বী বাবা সত্যি।
আলম চৌধুরী আর লেট করলো না।মহাধুমধাম করে মেয়ের বিয়ে দিয়ে দিলো।রুমা বাবার ভালোবাসার প্রতিদান দিতে গিয়ে শিফনকে বিয়ে করলো।কিন্তু তার হৃদয়ের সমস্ত আকাশ জুড়ে রানার বিচরণ।
শিফনকে মন প্রাণ উজাড় করে ভালোবাসা দিতে পারছে না।সামাজিক বিধান হিসেবে সংসার করছে এ আর কি।বাবার ঘর শুন্য করে সে চলে গেল স্বামীর সঙ্গে আমেরিকায়।

এদিকে রানার জীবনে ঘটে গেল আর এক দূর্ঘটনা।তার অসুস্থ মা কে নিয়ে সে খুব ব্যস্ত, ডাক্তার হাসপাতাল সব জায়গায় দৌড়াল।তবুও মাকে বাঁচাতে পারলো না।আল্লাহপাকের হুকুম উনার আয়ু শেষ।তাই সবার ভালোবাসা উপেক্ষা করে তিনি পরপারে চলে গেলেন। মায়ের কাফন দাফন মেজবানী খাওয়া সব শেষ করে গন্তব্য স্থলে ফিরে এলো শিফন ।রুমার ফোন বন্ধ। তাই রুমমেট দোলনকে রুমার কথা জিজ্ঞেস করলো।সে কোন কথার জাবাব না দিয়ে গুম মেরে বসে আছে।রানা কিন্তু থেমে নেই।সে কড়া ধমক দিয়ে বলে,
কিরে দোস্ত কথা বলছিস না কেনো?রুমার কি হয়েছে?
রুমার বিয়ে হয়ে গেছে। সে এখন আমেরিকায়।
রুমাকে হারাতে হবে একথাটা রানা কখনো ভাবেনি। সে তাকে প্রচণ্ড রকম ভালোবাসত।তাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব।বেঁচে থেকে তা সে সহ্য করতে পারবে না। তাই “ভালোবাসার” যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকগুলো ঘুমের ঔষধ এক সঙ্গে খেয়ে শুয়ে পড়লো।সকালে দোলন ঘুম থেকে উঠল।রানার কোন সাড়া শব্দ নেই।পাশে কিছু ঔষধের প্যাকেট।সে তাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করলো।রুমা ফেসবুক ওপেন করে রানার সুইসাইড দেখে খুব কাঁদল।ইচ্ছে করলো সুইসাইড করতে। ফের বাবার ত্যাগহীন ভালোবাসার কথা মনে পড়তেই মত পাল্টে নিলো।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ছোটগল্প:খোকদার বরই গাছ

ছোটগল্প:খোকনদার বরই গাছ মো.রিমেল রহমতপুর গ্রামের সরকারী স্কুলের মাঠের পাশ দিয়ে সোজা একটি রাস্তা গেছে।রাস্তার পূর্ব দিকে খোকনদার বাড়ি।বাড়ির পূর্বদিকে

সুপুরুষ ও কাপুরুষ

ছেলেবেলায় ভালো পড়াশোনায় ছিলো সুমন। তাই এমনিতেই মহিলা মহলের প্রিয় ছিলো সমুন। কিন্তু আজকাল , সুমন পাড়ায় জিমে ঘাম ঝরাচ্ছে।

আমায় দুঃখ দাও আমায় কষ্ট দাও

তুমি আমার সাথে মিথ্যা ভালোবাসার খেলা খেলছ। জানি আমি, এতে তুমি আনন্দে আছ, তবু আমি তোমায় কিছুই বলি না। কারণ

Leave a Reply