আমি তাকে কতবার বলেছি আমাকে একটি গান শোনাও।
কিন্তু সে কখনও আমাকে গান শোনায়নি।
সে শুধু বলে, ‘ভালবাসি’ ভালবাসি।কিন্তু কখনও গান শোনায়না।
শুধু ভালবাসলে কি হয়? গান শোনাতে হয়না?
একদিন কাটাবন পাহাড় দেখতে গিয়েছিলাম।
বললাম এখন একটি গান শোনাও।
কিন্তু শোনায়নি।
বলে, কাঁটাবন পাহাড় দেখতে এসেছ কাঁটাবন পাহাড় দেখ পরে গান শোনাব।
যেদিন নীলদিঘি পাহাড়ের কাছে সে ফুল তুলতে গিয়েছিল সেদিন বলেছিলাম একটি গান শোনাও।
সেদিনও সে শোনায়নি।
আজ তার জন্মদিন আজ যদি কেউ তাকে একটি কালো খোঁপা উপহার দেয় সি কি গান শোনাবে?
শোনাবেনা।
সে যদি কোনদিন ফ্লোরেন্সে বিয়াত্রিচের সমাধিতে ফুল দিতে যায় সে কি গান শোনাবে? শোনাবেনা।
সে কেন এমন? সে কেন গান শোনায়না?
একদিন বললাম, তুমি কেন আমাকে গান শোনাওনা?
বলে ‘”গান শুনিয়ে কি হবে?
গান শুনিয়ে কে কি করতে পেরেছে? ”
সে আসলে কেন গান শোনায়না?
তার কি কোন অন্য কিছু আছে?
একদিন এ নিয়ে ভাবতে হবে ।
ভেবে যদি কিছু পাই বলব এতদিনে কিছু পেয়েছি।
আসলে কিছু কি পাওয়া সম্ভব?
আমার কেন জানি মনে হয় কিছু পাওয়া কেন যেন সবকিছুর উর্ধ্বে।
আরো পড়ুন-
- বাংলা সাহিত্যের পঞ্চপান্ডব
- স্যামন মাছ
- সয়া সসের উপকারিতা
- সৌরজগতের গ্রহগুলোর চিত্রসহ বর্ণনা
- ঘূর্ণিঝড়ের নামের তালিকা