গানে গানে

0

আমি তাকে কতবার বলেছি আমাকে একটি গান শোনাও।

কিন্তু সে কখনও আমাকে গান শোনায়নি।

সে শুধু বলে, ‘ভালবাসি’ ভালবাসি।কিন্তু কখনও গান শোনায়না।

শুধু ভালবাসলে কি হয়?  গান শোনাতে হয়না?

একদিন কাটাবন পাহাড় দেখতে গিয়েছিলাম।

বললাম এখন একটি গান শোনাও।

কিন্তু শোনায়নি।

বলে, কাঁটাবন পাহাড় দেখতে এসেছ কাঁটাবন পাহাড় দেখ পরে গান শোনাব।

যেদিন নীলদিঘি পাহাড়ের কাছে সে ফুল তুলতে গিয়েছিল সেদিন বলেছিলাম একটি গান শোনাও।

সেদিনও সে শোনায়নি।

আজ তার জন্মদিন আজ যদি কেউ তাকে একটি কালো খোঁপা উপহার দেয় সি কি গান শোনাবে?

শোনাবেনা।

সে যদি কোনদিন ফ্লোরেন্সে বিয়াত্রিচের সমাধিতে ফুল দিতে যায় সে কি গান শোনাবে?  শোনাবেনা।

সে কেন এমন?  সে কেন গান শোনায়না?

একদিন বললাম, তুমি কেন আমাকে গান শোনাওনা?

বলে ‘”গান শুনিয়ে কি হবে?

গান শুনিয়ে কে কি করতে পেরেছে? ”

সে আসলে কেন গান শোনায়না?

তার কি কোন অন্য কিছু আছে?

একদিন এ নিয়ে ভাবতে হবে  ।

ভেবে যদি কিছু পাই বলব এতদিনে কিছু পেয়েছি।

আসলে  কিছু কি পাওয়া সম্ভব?

আমার কেন জানি মনে হয় কিছু পাওয়া   কেন যেন সবকিছুর উর্ধ্বে।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মানুষের মাঝে মানুষ

মানুষের ভিড়ে হারিয়ে যাই প্রতিদিন, একেকটি মুখ, একেকটি গল্প, চোখের কোণে লুকানো ব্যথা, হাসির ফাঁকে চাপা দীর্ঘশ্বাস। আমি দেখি, তবু

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

Leave a Reply