গানে গানে

0

আমি তাকে কতবার বলেছি আমাকে একটি গান শোনাও।

কিন্তু সে কখনও আমাকে গান শোনায়নি।

সে শুধু বলে, ‘ভালবাসি’ ভালবাসি।কিন্তু কখনও গান শোনায়না।

শুধু ভালবাসলে কি হয়?  গান শোনাতে হয়না?

একদিন কাটাবন পাহাড় দেখতে গিয়েছিলাম।

বললাম এখন একটি গান শোনাও।

কিন্তু শোনায়নি।

বলে, কাঁটাবন পাহাড় দেখতে এসেছ কাঁটাবন পাহাড় দেখ পরে গান শোনাব।

যেদিন নীলদিঘি পাহাড়ের কাছে সে ফুল তুলতে গিয়েছিল সেদিন বলেছিলাম একটি গান শোনাও।

সেদিনও সে শোনায়নি।

আজ তার জন্মদিন আজ যদি কেউ তাকে একটি কালো খোঁপা উপহার দেয় সি কি গান শোনাবে?

শোনাবেনা।

সে যদি কোনদিন ফ্লোরেন্সে বিয়াত্রিচের সমাধিতে ফুল দিতে যায় সে কি গান শোনাবে?  শোনাবেনা।

সে কেন এমন?  সে কেন গান শোনায়না?

একদিন বললাম, তুমি কেন আমাকে গান শোনাওনা?

বলে ‘”গান শুনিয়ে কি হবে?

গান শুনিয়ে কে কি করতে পেরেছে? ”

সে আসলে কেন গান শোনায়না?

তার কি কোন অন্য কিছু আছে?

একদিন এ নিয়ে ভাবতে হবে  ।

ভেবে যদি কিছু পাই বলব এতদিনে কিছু পেয়েছি।

আসলে  কিছু কি পাওয়া সম্ভব?

আমার কেন জানি মনে হয় কিছু পাওয়া   কেন যেন সবকিছুর উর্ধ্বে।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

দেশ দরদী দেশে সুন্দর

দেশ দরদী দেশে সুন্দর বন্যেরা যে বনে, দেশদ্রোহীগণ বনের পশু বলবে জনে জনে। দেশের প্রতি অগাধ মায়া মনটা তাহার খাঁটি,

মৃত্যু তেমন সত্য

শশী, দিনমণি, ধরণী যেমন সত্য পাহাড়, নির্ঝর, সাগর যেমন সত্য অনন্তলতা, অলকানন্দা, নিশিগন্ধা যেমন সত্য সমুদ্রবল্লভা, ঝটিকা যেমন সত্য গগন,

Leave a Reply