গুরুত্বপূর্ণ আমল সমূহ

play icon Listen to this article
0

ইসলামিক আমল ১:

মানুষের দুটি জীবন। ইহকাল ও পরকাল। দুনিয়ার জীবনকে বলা হয় ইহকাল;মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় পরকাল। পৃথিবীতে সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য এবং মৃত্যুর পরবর্তী জীবনে জান্নাত লাভের জন্য প্রয়োজন আল্লাহকে খুশি করা। এই ইহকাল ও পরকালের জীবনকে সুন্দর করার পর আল্লাহ তায়ালা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আসুন জেনে নেই ইহকাল ও পরকালের জীবনকে কিভাবে সুন্দর ও সুখী করা যায়।

১.আল্লাহর রহমত লাভের আমল:

প্রতিটি ভালো কাজ ডান দিক দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করা।তাতে করে আল্লাহর রহমত পাবেন।

২.আল্লাহর সন্তুষ্টি লাভের আমল ও পরিবারকে সুরক্ষিত রাখার আমল:

ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়ে ডান পা আগে দিয়ে বের হওয়া এবং প্রবেশের সময়ও ডান পা দিয়ে প্রবেশ করে সালাম দেওয়া। যদিও ঘরে কেউ না থাকুক না কেন সালাম দেয়া সুন্নাহ, আল্লাহর হুকুম। যদি ঘরে কেউ না থাকে তবে এই সালাম ঘরের ফিরেশতাদের জন্য।

৩.ঈমান বৃদ্ধি করার আমল:

আযানের জবাব দেওয়া, আযানের পর হাদিসে বর্ণিত দুয়া পড়া। (হাত উত্তোলন না করে)চলতে ফিরতে ছোট বড় সকলকে সালাম দেয়া। সালাম দিয়ে কথা শুরু ও শেষ করা। শুদ্ধভাবে সালাম দেওয়া।

৪.ঘুমানোর আমল:

ঘুমানোর আগে সূরা মূলক তিলাওয়াত করা, তিন ক্বুল(ইখলাস,ফালাক্ব,নাস) পড়ে তিনবার শরীর দম করা, ঘুমের দুয়া পড়া, আয়াতুল কুরসী পড়া, সূরা কাফিরুন পড়ে ডান কাত হয়ে শোওয়া।

৫.বেশি মর্যাদা লাভের দোয়া:

সকালে ও বিকেলে ১০০ বার করে ‘সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি’ পাঠ করুন। এতে মহান আল্লাহ আপনাকে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দান করবেন।

৬.জান্নাতের ৮টি দরজা খোলার আমল:

প্রত্যেক ওযুর পর কালেমা শাহাদাত পাঠ করুন (আশহাদু আল্লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা- শারী কা লাহূ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ‘আব্দুহূ ওয়া রাসূলুহূ) । এতে জান্নাতের ৮টি দরজার যে কোন দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন।

৭.মৃত্যুর সাথে সাথে জান্নাত লাভের আমল :

প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করুন এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন।

৮.অতীতের সব পাপ থেকে ক্ষমা পাওয়ার আমল:

প্রত্যেক ফরজ সালাত শেষে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ্, ৩৩ বার আল্লাহু আকবার এবং ১ বার (লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন কাদীর) পাঠ করুন এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে।

৯.রাসুল (সাঃ)-এর সুপারিশ লাভের আমল:

রাসুল (সাঃ)-এর উপর সকালে ১০ বার ও সন্ধ্যায় ১০ বার দরুদ পড়ুন এতে আপনি নিশ্চিত রাসুল (সাঃ)-এর সুপারিশ পাবেন।

১০.জাহান্নাম থেকে মুক্তি লাভের আমল:

জামাতে ইমামের প্রথম তাকবীরের সাথে ৪০ দিন সালাত আদায় করুন এতে আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন।

 

আরো পড়ুন-

 

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Afroza Akter

Author: Afroza Akter

Assalamualaikum

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ইমাম আবু হানিফা (রহ.) এর জীবনী- লেখক ডট মি

ইমাম আবু হানিফা (রহ.) জীবনী

  ইসলাম হচ্ছে একমাত্র মহা সত্য ধর্ম। যেখানে প্রতিটি মুসলমানকে ইসলামের নানান নিয়মকানুন মেনে চলতে হয়। রাসুলুল্লাহ সা. পরবর্তীতে যে

তারাবীহ কত রাকাত: বিভ্রান্তি নিরসন —৩

রাসূল সা. কি একই রাতে তারাবীহ ও তাহাজ্জুদ আদায় করেননি?   মানুষ সহজ বিষয়কে কঠিন করে তোলে। তারাবি ও তাহাজ্জুদ

তারাবীহ কত রাকাত: বিভ্রান্তি নিরসন —২

চার ইমাম মুহাদ্দিসও ছিলেন না, মুহাক্কিকও ছিলেন না! একথা আমি বলিনি বরং স্বঘোষিত সালাফীরাই বলেছে। তাদেরই একজন (‘সালাতুত তারাবীহ’ গ্রন্থের

রোযায় সুস্থ থাকতে যেসব বিষয় মেনে চলতে হবে

ইসলামের পাচটি স্তম্ভের মধ্যে রমযান অন্যতম একটি স্তম্ভ। ইসলাম ধর্মে রোযা রাখা খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। এর কারন হচ্ছে, আল্লাহ তা

3 Replies to “গুরুত্বপূর্ণ আমল সমূহ”

Leave a Reply