তুমি যখন নতুন জুতা পায়ে দাও তখন তোমার কি মনে হয়? এমন জুতা যদি বার বার পায়ে দিতে পারতাম! এখন কথা হল এই অনুভূতি কি একবার হয়? না, যতবার নতুন জুতা পায়ে দাও ততবারই হয়।তাহলে প্রথম যেদিন নতুন জুতা পায়ে দিয়েছিলে সে অনুভূতি কি ভুল ছিল? অবশ্যই ভুল ছিল।তাহলে আমাদের কি করতে হবে? এই ভুল শুধরাতে হবে। এই ভুল শুধরানোর উপায় কি? আগামীকালের খবর আজ জানা।কিন্তু সেটা কি সম্ভব? না সম্ভব নয়।তাহলে প্রেমিকাকে কি বলতে হবে? তুমি নতুন জুতা পর, পুরান জুতা বাদ দাও। পুরান জুতা বাদ দিলে কি হবে? তার প্রতি ভালবাসা নতুন করে উদয় হবে। সে ভালবাসা কি হবে? সে ভালবাসা এক মধুর ভালবাসা হবে। সে ভালবাসার নাগাল কি কেউ পেয়েছিল? বনদাসী নামে একজন ছিল যে সারাক্ষণ বন-বাদাড়ে ঘুরে বেড়াত, সে এই ভালবাসার জন্য কেঁদেছিল কিন্তু পায়নি। আমি কি পাব? আমার কেন জানি মনে হচ্ছে আমি পাব।তাহলে কি করতে হবে? প্রিয়াকে একটি অনেক লাল দেখে গোলাপ ফুল উপহার দিতে হবে। কিন্তু সে গোলাপ ফুল কি কোথাও আছে? না।তাইতো আমরা সবাই কেঁদে মরি!
