তুমি যখন নতুন জুতা পায়ে দাও তখন তোমার কি মনে হয়? এমন জুতা যদি বার বার পায়ে দিতে পারতাম! এখন কথা হল এই অনুভূতি কি একবার হয়? না, যতবার নতুন জুতা পায়ে দাও ততবারই হয়।তাহলে প্রথম যেদিন নতুন জুতা পায়ে দিয়েছিলে সে অনুভূতি কি ভুল ছিল? অবশ্যই ভুল ছিল।তাহলে আমাদের কি করতে হবে? এই ভুল শুধরাতে হবে। এই ভুল শুধরানোর উপায় কি? আগামীকালের খবর আজ জানা।কিন্তু সেটা কি সম্ভব? না সম্ভব নয়।তাহলে প্রেমিকাকে কি বলতে হবে? তুমি নতুন জুতা পর, পুরান জুতা বাদ দাও। পুরান জুতা বাদ দিলে কি হবে? তার প্রতি ভালবাসা নতুন করে উদয় হবে। সে ভালবাসা কি হবে? সে ভালবাসা এক মধুর ভালবাসা হবে। সে ভালবাসার নাগাল কি কেউ পেয়েছিল? বনদাসী নামে একজন ছিল যে সারাক্ষণ বন-বাদাড়ে ঘুরে বেড়াত, সে এই ভালবাসার জন্য কেঁদেছিল কিন্তু পায়নি। আমি কি পাব? আমার কেন জানি মনে হচ্ছে আমি পাব।তাহলে কি করতে হবে? প্রিয়াকে একটি অনেক লাল দেখে গোলাপ ফুল উপহার দিতে হবে। কিন্তু সে গোলাপ ফুল কি কোথাও আছে? না।তাইতো আমরা সবাই কেঁদে মরি!
নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে
রিলেশন আফছানা খানম অথৈ
রিলেশন আফছানা খানম অথৈ আজকাল রিলেশন করাটা ফ্যাশনেরুপ নিয়েছে।আজকে আমরা আলোচনা করব কিভাবে বিবাহিতা বয়স্ক পুরুষেরা রিলেশনে জড়াচ্ছে। আজকাল আমরা
বাংলার বল
মাটি মানুষ--সুন্দরবন সাগর -নদী জল, আগমনি জেনে রেখো এটা বাংলার বল। দিক -দিগন্ত উড়াল দিবে পাবে নাকো ভয়, লড়াই করবে
আগষ্টের ওই পাঁচ
বিজয় পেতে ঝরে গেলো অযুত তাজা প্রাণ, বিনিময়ে —পেলো জাতি স্বাধীনতার মান। ৭১’এর বিজয় এনে দিলো একটা স্বাধীন দেশ,
গোলামির দিন শেষ
আমরা সবাই দেশের জন্য ঐক্যবদ্ধ রবো, দেশের ভূমি রক্ষা করতে শহীদ মোরা হবো। বাঁচার মতো বাঁচতে মোরা স্বাধীন করি দেশ,