0
আমি কি তোমাকে ফুলের সাথে তুলনা করব? না, ফুলের সাথে তুলনা করবনা, কারন, তুমি ফুলের চেয়েও সুন্দর। এত সুন্দর হলে কি করে আমাকে একবার বলবে কি? যদি না বল আমি পথে পথে বিলিয়ে দেব, বলব, এমন ফুল আর হয়না তোমরা যা ইচ্ছা তা কর।
তুমি যেখানেই যাও আমাকে সঙ্গে নিও, আমি তোমাকে আদর করে ফুল বলে ডাকব আর অমনি তুমি আমার গালে বসিয়ে দিও এক চুমু।আমি বুঝি তোমার জন্যই জন্ম নিয়েছিলাম তাইতো তোমাকে বার বার ফুল বলে ডাকি।তুমি যদি লোহিত সাগরের পাড়ে যাও আমাকে এক ঘন্টা বুকের ঠিক মাঝখানে ধরে রেখো আমি তোমাকে সুনন্দা বলে ডাকব ‘সুনন্দা’, ‘ ‘সুনন্দা’ এদিকে এসো’।
0