ধর একদিন তুমি পথের ধার দিয়ে যাচ্ছ, পাশেই একটি গোলাপ ফুটে রয়েছে, তুমি ধরতে পারলেনা।তখন তোমার কি মনে হবে? আজকের দিনটিই বৃথা, আমি গোলাপটি ধরতে পারলামনা।
আজ আমার তেমন একটি গোলাপ হারিয়ে গেছে, আমি কি করব? যেখান থেকেই হোক গোলাপটি ছিঁড়ে আনব।কিন্তু তেমন একটি গোলাপ কি আছে? যদি না থাকে তাহলে এ গোলাপের কেন সৃষ্টি হল? এ গোলাপের সৃষ্টি না হলেতো আমাকে শোক করে মরতে হতনা।
তাহলে? স্রষ্টার কাছে প্রার্থনা করতে হবে এমন গোলাপ যেন আর সৃষ্টি না হয়।
‘হে প্রভু তুমি আর এমন কিছু সৃষ্টি কোরোনা যার জন্য মানুষকে শোক করে মরতে হয়।তুমি যদি আবার এমন জিনিস সৃষ্টি কর তাহলে তুমি নিজেই নিজের পায়ে কুড়াল মারবেঃ সবাই বলবে এ এসব সৃষ্টি করেছে বৃথাই আমাদের কষ্ট দেয়ার জন্য। কাজেই তুমি তোমার নিজের সার্থেই একটি যুক্তিযুক্ত সিদ্ধান্ত নেবে।’
ঈশ্বর কি কথা শুনেছেন? নিশ্চয়ই শুনেছেন; কারন, তিনি তো নিজের সার্থ উপেক্ষা করতে পারেননা।
তাহলে?
একটি অযাচিত গোলাপের কষ্ট থেকে মুক্তি পাওয়া গেল।

অসাধারণ