0
কতই না সুন্দর
মোদের গ্রামবাংলার প্রকৃতি,
দেখলে যেন চোখ জুড়ায়
নেই দেখায় বিরতি।
গাছেতে ফুল,
ক্ষেতে ধান,
মাঠের মধ্যে ঘাস-
গাছের মধ্যে কতরকম
পাখির বসবাস।
মোদের এই গ্রামবাংলায়-
কত বিশুদ্ধ বাতাস,
দেখতে ইচ্ছা করে শুধু-
নীল রঙের আকাশ।
রোজ সকালে,
পাখির ডাকে
ঘুম ভাঙে মোদের,
এমন সুন্দর গ্রামটি বলো
আছে আর কাদের?
মোদের এই গ্রামটি যেন,
পৃথিবীর স্বর্গ
সত্যিকারের সুন্দর তুমি-
গ্রামবাংলার নিসর্গ!
আরো পড়ুন-
0