গ্রামবাংলার নিসর্গ

0

কতই না সুন্দর
মোদের গ্রামবাংলার প্রকৃতি,
দেখলে যেন চোখ জুড়ায়
নেই দেখায় বিরতি।

গাছেতে ফুল,
ক্ষেতে ধান,
মাঠের মধ্যে ঘাস-
গাছের মধ্যে কতরকম
পাখির বসবাস।

মোদের এই গ্রামবাংলায়-
কত বিশুদ্ধ বাতাস,
দেখতে ইচ্ছা করে শুধু-
নীল রঙের আকাশ।

রোজ সকালে,
পাখির ডাকে
ঘুম ভাঙে মোদের,
এমন সুন্দর গ্রামটি বলো
আছে আর কাদের?

মোদের এই গ্রামটি যেন,
পৃথিবীর স্বর্গ
সত্যিকারের সুন্দর তুমি-
গ্রামবাংলার নিসর্গ!

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Moinak Banik

Author: Moinak Banik

আমি মৈনাক বনিক।আমি একজন ছাত্র এবং বর্তমানে একটি ফাউন্ডেশনের সভাপতি হিসেবে কাজ করছি।অবসর সময়ে বিভিন্ন বিষয় নিয়ে আমি কবিতা লিখি।আমি চট্টগ্রামে থাকি।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

প্রিয় বাংলাদেশ

দেশ দেশ দেশ নানান রঙের বেশ যার রূপের নাই শেষ সে যে আমার বাংলাদেশ।   ছয় ঋতু করে যায় খেলা

মানুষের মাঝে মানুষ

মানুষের ভিড়ে হারিয়ে যাই প্রতিদিন, একেকটি মুখ, একেকটি গল্প, চোখের কোণে লুকানো ব্যথা, হাসির ফাঁকে চাপা দীর্ঘশ্বাস। আমি দেখি, তবু

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

Leave a Reply