গ্রামবাংলার নিসর্গ

0

কতই না সুন্দর
মোদের গ্রামবাংলার প্রকৃতি,
দেখলে যেন চোখ জুড়ায়
নেই দেখায় বিরতি।

গাছেতে ফুল,
ক্ষেতে ধান,
মাঠের মধ্যে ঘাস-
গাছের মধ্যে কতরকম
পাখির বসবাস।

মোদের এই গ্রামবাংলায়-
কত বিশুদ্ধ বাতাস,
দেখতে ইচ্ছা করে শুধু-
নীল রঙের আকাশ।

রোজ সকালে,
পাখির ডাকে
ঘুম ভাঙে মোদের,
এমন সুন্দর গ্রামটি বলো
আছে আর কাদের?

মোদের এই গ্রামটি যেন,
পৃথিবীর স্বর্গ
সত্যিকারের সুন্দর তুমি-
গ্রামবাংলার নিসর্গ!

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Moinak Banik

Author: Moinak Banik

আমি মৈনাক বনিক।আমি একজন ছাত্র এবং বর্তমানে একটি ফাউন্ডেশনের সভাপতি হিসেবে কাজ করছি।অবসর সময়ে বিভিন্ন বিষয় নিয়ে আমি কবিতা লিখি।আমি চট্টগ্রামে থাকি।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

দেশ দরদী দেশে সুন্দর

দেশ দরদী দেশে সুন্দর বন্যেরা যে বনে, দেশদ্রোহীগণ বনের পশু বলবে জনে জনে। দেশের প্রতি অগাধ মায়া মনটা তাহার খাঁটি,

মৃত্যু তেমন সত্য

শশী, দিনমণি, ধরণী যেমন সত্য পাহাড়, নির্ঝর, সাগর যেমন সত্য অনন্তলতা, অলকানন্দা, নিশিগন্ধা যেমন সত্য সমুদ্রবল্লভা, ঝটিকা যেমন সত্য গগন,

Leave a Reply