গ্রামবাংলার নিসর্গ

play icon Listen to this article
0

কতই না সুন্দর
মোদের গ্রামবাংলার প্রকৃতি,
দেখলে যেন চোখ জুড়ায়
নেই দেখায় বিরতি।

গাছেতে ফুল,
ক্ষেতে ধান,
মাঠের মধ্যে ঘাস-
গাছের মধ্যে কতরকম
পাখির বসবাস।

মোদের এই গ্রামবাংলায়-
কত বিশুদ্ধ বাতাস,
দেখতে ইচ্ছা করে শুধু-
নীল রঙের আকাশ।

রোজ সকালে,
পাখির ডাকে
ঘুম ভাঙে মোদের,
এমন সুন্দর গ্রামটি বলো
আছে আর কাদের?

মোদের এই গ্রামটি যেন,
পৃথিবীর স্বর্গ
সত্যিকারের সুন্দর তুমি-
গ্রামবাংলার নিসর্গ!

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Moinak Banik

Author: Moinak Banik

আমি মৈনাক বনিক।আমি একজন ছাত্র এবং বর্তমানে একটি ফাউন্ডেশনের সভাপতি হিসেবে কাজ করছি।অবসর সময়ে বিভিন্ন বিষয় নিয়ে আমি কবিতা লিখি।আমি চট্টগ্রামে থাকি।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ধনী

গরীবের কাছে ধনীর প্রশ্ন ছিল, তুমি কেন আমাকে এত ভালবাস? গরীব বলল, তুমি ধনী তাই। আমি বললাম, আমাকে কিছু ধন

ভাঙরে প্রাচির্

ওহে অরুণ এগিয়ে যাও দুর্বার গতি বেগে, থাকবে কেনো ঘুমিয়ে আজ ওঠো এবার জেগে। কন্ঠের ধ্বনি দাও ছড়িয়ে নব প্রভাত

শোক- ২

আজ কি হয়েছে? একটি লোক মারা গেছে। কাল কি হয়েছে? দুটি লোক মারা গিয়েছে। পরশু কি হয়েছে? চারটি লোক মারা

তোমার পায়ের নূপুর হবো

তোমার পায়ের নূপুর হবো দুলবো পায়ে দিবস যামী। তোমার চলায় তুলব ধ্বণি ঝিনিকঝিনি ঝিনিকঝিনি ঝুমঝুম। আমায় রাখবে যখন তোমার পায়ে

Leave a Reply